ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন তামিম

প্রকাশিত: ০২:১২, ২৫ সেপ্টেম্বর ২০১৭

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন তামিম

অনলাইন ডেস্ক ॥ পেশির চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তামিম ইকবাল। সোমবার দক্ষিণ আফ্রিকায় নেটে ব্যাটিং অনুশীলন করেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার। খবরটা বাংলাদেশ ক্রিকেট দল এবং টাইগার সমর্থকদের জন্য সুসংবাদই। বেনোনিতে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচের প্রথম দিনের শুরুতেই ব্যক্তিগত ৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তামিম। স্ক্যানের পর বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, পেশির চোটে পড়েছেন তামিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে তামিমের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সোমবার তিনি অনুশীলনে ফেরায় কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে টাইগার শিবিরে। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন কাঁধে চোট পাওয়া তামিমের ওপেনিং সঙ্গী সৌম্য সরকার অবশ্য এখনো বিশ্রামে রয়েছেন। পচেস্ট্রমের সেনওয়েস পার্কে অনুশীলনে তামিমমে নির্ভারই দেখাচ্ছিল। ব্যাটিং অনুশীলনে ডিফেন্স এবং ট্রেডমার্ক কাট করতে গিয়ে এই বাঁহাতি ব্যাটসম্যানকে কোনো অস্বস্তিতে ভুগতে দেখা যায়নি। আগামী ২৮ সেপ্টেম্বর পচেস্ট্রমে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট।
×