ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অরুণ জেটলি ৩ অক্টোবর আসছেন

প্রকাশিত: ০৫:২৯, ২১ সেপ্টেম্বর ২০১৭

অরুণ জেটলি ৩ অক্টোবর আসছেন

কূটনৈতিক রিপোর্টার ॥ ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি তিন দিনের সফরে ঢাকায় আসছেন। আগামী ৩ অক্টোবর ঢাকায় আসছেন তিনি। ভারতের অর্থমন্ত্রীর সফর সামনে রেখে ঢাকা-দিল্লীর মধ্যে এখন প্রস্তুতি চলছে। সূত্র জানায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে বাংলাদেশে প্রথমবারের মতো সফরে আসছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। ভারতের অর্থমন্ত্রীর ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে। হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত দুটি সেমিনারেও বক্তব্য রাখবেন তিনি। চলতি বছরের শুরু থেকেই অরুণ জেটলির সফর নিয়ে ঢাকা ও দিল্লীর মধ্যে আলোচনা চলছিল। গত ফেব্রুয়ারি ও মার্চে দুই দফা তার ঢাকা সফরের তারিখ প্রস্তাব করা হয়। কিন্তু উভয় পক্ষের সুবিধাজনক না হওয়ায় সেই সময়ে সফরটি বাস্তবায়িত হয়নি। এবার উভয়পক্ষের সুবিধাজনক তারিখই আবার প্রস্তাব করা হয়েছে। সে অনুযায়ী এবারের সফরসূচী ইতোমধ্যে চূড়ান্তও হয়েছে। গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লী সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিরক্ষা, জ্বালানি, যোগাযোগ-কানেকটিভিটি ও উন্নয়ন খাতে ৩৫ দফা যৌথ ঘোষণা সই হয়। ২০১৪ সালের ২৬ মে ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর অরুণ জেটলির এটাই হবে প্রথম বাংলাদেশ সফর। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরের পর ভারতের প্রভাবশালী কোন মন্ত্রী এবার ঢাকায় আসছেন। সঙ্গত কারণেই সফরটি তাৎপর্যপূর্ণ। অরুণ জেটলির পর একই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজেরও ঢাকা সফরের কথা রয়েছে। এর আগে প্রণব মুখার্জি অর্থমন্ত্রীর দায়িত্ব থাকাকালে ২০১২ সালের ৫ মে ঢাকা সফরে এসেছিলেন। সে সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন প্রণব মুখার্জি। পরবর্তীতে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হন।
×