ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৌসুমি বায়ুর প্রভাব

দিনভর বৃষ্টি, যানজট জলজটে স্থবির ঢাকা

প্রকাশিত: ০৫:২৮, ২১ সেপ্টেম্বর ২০১৭

দিনভর বৃষ্টি, যানজট জলজটে স্থবির ঢাকা

স্টাফ রিপোর্টার ॥ মৌসুমি বায়ুর প্রভাব এবং সাগরে সঞ্চরণশীল মেঘমালার কারণে সারাদেশে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে রাজধানীতেও বুধবার সকালে মুষলধারে বৃষ্টি হয় । বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে জনসাধারণকে। বৃষ্টির কারণে কোথাও প্রচ- যানজটের পাশাপাশি যাত্রী পরিবহন সঙ্কট দেখা দেয়। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এই পরিমাণ বৃষ্টির কারণে কোথাও হাঁটু পানি আবার কোথাও দীর্ঘ জলজটের সৃষ্টি হয়। একই কারণে গত সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবারও সারাদিন রাজধানী ঢাকাসহ সারাদেশে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আবার কখনও ভারি বৃষ্টি হচ্ছে। বুধবার সকালে মুষলধারে শুরু হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, একই কারণে আজও সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তারা জানায়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে । তবে আবহাওয়া অফিস জানায় সঞ্চালনশীল মেঘমালার কারণে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকলে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আজ বৃহস্পতিবারের পর বৃষ্টিপাত অনেকটা কমে আসতে পারে। তারা জনায়, মেঘের বিক্ষিপ্ত সঞ্চালনের কারণেই এমন বৃষ্টি হয়েছে। বুধবারের ১ ঘণ্টার বৃষ্টিপাতের কারণে রাজধানীর নিম্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। অফিস এবং স্কুলগামীরা মহাসঙ্কটের মধ্যে পড়ে। বৃষ্টির পানিতে তলিতে যাওয়ার কারণে মিরপুর চিড়িয়াখানা থেকে ছেড়ে আসা বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসগুলো সিএনজি চালিত হওয়ায় পানিতে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ভয়ে অধিকাংশ পরিবহন ছেড়ে যায়নি। ফলে এলাকাবাসীকে ব্যাপক পরিবহন সঙ্কটের মধ্যে পড়তে হয়েছে। অপর দিকে ধানম-ি ২৭ নম্বর এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়ায় এই রুটে চলাচলকারী যানবাহনগুলো ব্যাপক যানজটের কবলে পড়ে। ফলে যাত্রীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারেনি। এদিকে মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে ঢাকার খিলক্ষেত, বনশ্রী, রামপুরা, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, সদরঘাট, ইসলামপুর, নয়াবাজার, মিটফোর্ড, নাজিরা বাজার, শাঁখারিবাজার, তাঁতীবাজার, বংশাল, ধোলাইখাল, ওয়ারী, গোপীবাগ, টিকাটুলী, পোস্তগোলা, শ্যামপুর, জুরাইন, বাবু বাজার, তেজতুরী বাজার, গ্রীনরোড, বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুর, মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সকালে ঘর থেকে বের হওয়া মানুষ পড়ে ভোগান্তিতে। স্কুলগামী শিশু ও অভিভাবকদের ভোগান্তিই ছিল বেশি। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এ কারণে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দম্কা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
×