ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুয়েটে ছাত্রলীগ নেতার কক্ষের পাশে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ০৩:১৪, ১৯ সেপ্টেম্বর ২০১৭

রুয়েটে ছাত্রলীগ নেতার কক্ষের পাশে ককটেল বিস্ফোরণ

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কক্ষের পাশে ককটেল বিস্ফোণের ঘটনায় এক ছাত্রলীগ নেতা আহত হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে রুয়েটের জিয়া হলের ৩০৮ নম্বর কক্ষের পাশে এ ঘটনা ঘটে। এ সময় রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার কক্ষের ভেতরে ছিলেন। ঘটনার পর থেকে ওই হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হল সূত্রে জানা যায়, জিয়া হলের ৩০৮ নম্বর কক্ষে থাকেন রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুজুর রহমান তপু। এদিন বিকেলে তিনি তার কক্ষেই ছিলেন। বিকেল সোয়া ৫টার দিকে ৩০৮ নম্বর কক্ষের পাশে তৃতীয় তলায় সিঁড়ির কাছে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ককটেলের স্প্রিন্টারের আঘাতে রুয়েট ছাত্রলীগের সহ-সম্পাদক রাকিব শাহরিয়ার আহত হয়। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু বলেন, দুর্বৃত্তরা যদি রুয়েটকে আস্থিতিশীল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে থাকে তাহলে এর সমুচিত জবাব দেয়া হবে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, হলের তৃতীয় তলায় কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি হলের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
×