ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসি চেয়ারম্যানের গুরুত্বারোপ

প্রকাশিত: ০৩:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০১৭

উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসি চেয়ারম্যানের গুরুত্বারোপ

অনলাইন রিপোর্টার ॥ দেশ ও জাতির স্বার্থে উচ্চশিক্ষার মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। তিনি বলেন, দেশের বিশ^বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের উচ্চশিক্ষা স্তরে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে, যাতে করে স্নাতকরা আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। বৃহস্পতিবার ইউজিসি অডিটরিয়ামে দেশের ১৩টি বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ ইউজিসি’র কোয়ালিটি এসিউরেন্স ইউনিট (কিউএইউ)-এর সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তৃতায় ইউজিসি চেয়ারম্যান এ গুরুত্বারোপ করেন। এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ডঃ মোঃ আখতার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউজিসি’র কিউএইউ হেড প্রফেসর ডঃ সঞ্জয় কুমার অধিকারী, ইউজিসি’র সচিব ডঃ মোঃ খালেদ, বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ডঃ মোঃ মোখলেছুর রহমান, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সোহেল আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালকগণ তাদের বক্তব্যে আইকিউএসি কর্মকা-ের বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। এছাড়া আলোচনায় আইকিউএসি’র বিভিন্ন চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রকল্প সমাপ্তির পর অর্থের উৎসসহ অন্যান্য বিষয় প্রাধান্য পায়। মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ^বিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়, জগন্নাথ বিশ^বিদ্যালয়, ইসলামী বিশ^বিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, খুলনা বিশ^বিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালকগণ অংশগ্রহণ করেন ।
×