ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

প্রকাশিত: ০২:৪০, ১৪ সেপ্টেম্বর ২০১৭

ঢাবিতে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার। ডিজিটাল ভর্তি জালিয়াতি ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার হলে মুখ ও কান খোলা রাখার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। তিনি বলেন, পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের মুখম-ল ও কান খোলা রাখতে হবে। প্রবেশপত্রে ব্যবহার করা ছবির মতো পরীক্ষার হলেও কান খোলা রাখতে হবে। যাতে পরীক্ষা চলাকালে কানে কোনো ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে না পারে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এ তথ্য জানান। এর আগে তিনি ভর্তি পরীক্ষা সার্বিক দিক নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক হাসিবুর রশিদ, কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে ভারপ্রাপ্ত পরিচালক নূরে-ই ইসলাম উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, এবার ‘গ’ ইউনিটের ১ হাজার ২ শত ৫০ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৯ হাজার ৩ শত ১১ জন। যা প্রতি আসনের বিপরীতে প্রায় ২৪ জন। এবারে এই ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৩টি কেন্দ্রে এবং বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাই স্কুল, আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজ এবং অগ্রণী স্কুল ও কলেজ অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে কাল। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর এই ইউনিটে ১ শত ৩৫ টি আসনের বিপরীতে ১৩ হাজার ৪ শত ৭২ জন ভর্তিচ্ছু অংশ নিবে।
×