ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তামণিকে কেবিনে স্থানান্তর

প্রকাশিত: ০৮:৩০, ১৮ আগস্ট ২০১৭

মুক্তামণিকে কেবিনে স্থানান্তর

স্টাফ রিপোর্টার ॥ রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণিকে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে বৃহস্পতিবার দুপুরে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গত শনিবার মুক্তামণির ডান হাতে অস্ত্রোপচার হয়েছে। জ্বর, শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দিলেও অস্ত্রোপচারের ধকল বেশ খানিকটা কাটিয়ে উঠেছে মুক্তামণি। বুধবার তার ক্ষতস্থানে ড্রেসিং করা হয়েছে। সেখানে কোন ইনফেকশন হয়নি, সে ঝুঁকিমুক্ত। চিকিৎসকরা আশা করছেন, আগামী সপ্তাহে মুক্তামণির ক্ষতস্থানে দ্বিতীয় পর্যায়ে অস্ত্রোপচার (স্কিন গ্রাফটিং) করা হতে পারে। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন বৃহস্পতিবার জনকণ্ঠকে বলেন, ‘মুক্তামণির শারীরিক অবস্থা ভাল রয়েছে। বুধবার তার ক্ষতস্থান ড্রেসিং করা হয়েছে। কোন ধরনের ইনফেকশন হয়নি। তবে আইসিইউতে অনেক রোগী থাকে তাই সংক্রমণের ঝুঁকি বেশি। তাই মুক্তামণিকে কেবিনে দেয়া হয়েছে।’ গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
×