ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ফুটবল খেলাকে ঘিরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:২৮, ১৮ আগস্ট ২০১৭

গাজীপুরে ফুটবল খেলাকে ঘিরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা ফুটবল খেলোয়াড় ও ব্যবসায়ী এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। নিহতের নাম আরিফুল ইসলাম (২২)। তিনি শ্রীপুর উপজেলার কাওরাইদ (কালীবাড়ি) গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। আরিফ স্থানীয় কাওরাইদ বাজারের মাছ ব্যবসায়ী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি ফুটবল খেলতেন। শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, গত মঙ্গলবার বিকেলে কাওরাইদ কালী নারায়ণ (কে এন) উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আরিফুল একটি পক্ষের খেলোয়াড় হিসেবে ওই খেলায় অংশ নেন। ওই সময় আরিফুলের সঙ্গে প্রতিপক্ষের খেলোয়াড় নয়ন ওরফে বুলেট নয়নের বাকবিত-া হয়। বাকবিত-ার একপর্যায়ে আরিফুলকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসী নয়ন ও তার সহযোগীরা। এর জের ধরে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় যুবক নয়ন কাওরাইদ বাজার এলাকা থেকে আরিফুলকে ডেকে পার্শ্ববর্তী কাওরাইদ কালী নারায়ণ (কে এন) উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যায়। সেখানে নয়ন ও তার সহযোগী সৌরভ, নিশাত ও পাপেলসহ কয়েক সন্ত্রাসী দা’ দিয়ে আরিফুলকে এলোপাতাড়ি কোপায় এবং রড ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় গুরুতর আহত আরিফুল আত্মরক্ষার জন্য সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে কাওরাইদ রেল স্টেশনের পাশে ধরে ফেলে এবং জনসম্মুখে দ্বিতীয় দফায় মারধর করে ও কোপায়। এতে আরিফুল নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
×