ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্যান্টনমেন্টে বন্দি গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে; জবি ভিসি

প্রকাশিত: ০২:৩৫, ১৭ আগস্ট ২০১৭

ক্যান্টনমেন্টে বন্দি গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে; জবি ভিসি

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জনগনের কাছ থেকে গণতন্ত্রকে ছিনিয়ে নেয়া হয়। এরপর ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত খন্দাকার মোশতাক, জিয়াউর রহমান, খালেদা জিয়া এরা সবাই গণতন্ত্রকে ক্যান্টমেন্টে বন্দি করে রাখে। ক্যান্টনমেন্টে বন্দি সেই গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে। তবে ৭১এর সেই পরাজিত শক্তি আবারও গণতন্ত্রকে বন্দি করার পায়তারা করছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জবি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত গণমাধ্যম ও ১৫ই আগষ্ট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জবি ভিসি বলেন, পাকিস্তান রাষ্ট্রটি তৈরি হয়েছিল সেনাবাহিনির ছত্রছায়ায়। এখনো সেখানে সেনাবাহিনীর কথাতেই দেশ চলে। পাকিস্থানের বিচার বিভাগের এত ক্ষমতা নেই কোন রাষ্ট্র প্রধানকে ক্ষমতাচ্যুত করা। কিন্তু পাকিস্তানের বিচার বিভাগ সেনা বাহিনীর অধিনস্থ বলেই তারা এত স্বাধীন। বর্তমানে পাকিস্তানের চিন্তা চেতনা বাংলাদেশে রপ্তানীর চেষ্টা করা হচ্ছে। বন্যা পরিস্থিতি নিয়ে অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বন্যার মত সংকটময় মুহুর্তে কিভাবে মানুষকে সেবা করতে হবে তা বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে। বাস্তব জীবনের অনেক জটিল ও কঠিন জিনিসের সমাধান আমরা তাঁর আত্মজীবনী অধ্যায়ন করলেই পাব। জবি প্রেসক্লাবের সভাপতি সুব্রত মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাহীনের সঞ্চালনায় ‘গণমাধ্যম ও ১৫ই আাগষ্ট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জবি নীল দলের সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড.অরুণ কুমার গোস্বামী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জবি শিক্ষক সমিতির সভাপতি ড.প্রিয়ব্রত পাল।
×