ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

রোমান্টিক কমেডি ছবিতে কৃতি শ্যানন

প্রকাশিত: ০৫:২৮, ১৭ আগস্ট ২০১৭

রোমান্টিক কমেডি ছবিতে কৃতি শ্যানন

গত ২৭ জুলাই ২৭-এ পা রেখেছেন কৃতি শ্যানন। বলিউডে তার পদচারণা খুব বেশি দিনের নয়। ২০১৪ সালে ‘হিরো পান্তি’ ছবির মাধ্যমে হিন্দী চলচ্চিত্রে কৃতির অভিষেক। প্রথম অভিনীত সিনেমাতেই মনোযোগ আকর্ষণ করেছিলেন দীর্ঘাঙ্গী অপরূপা সুন্দরী এই তরুণী। সিনেমায় অভিনয়ের আগে মডেলিং জগতে বিচরণ করেছেন তিনি বেশ দাপটের সঙ্গে। অনেকগুলো আলোচিত জনপ্রিয় এ্যাডে মডেল হিসেবে তাকে দেখেছেন সবাই। বলিউডে মডেলিং থেকে আসা অনেক সুন্দরী নবাগতার ভিড়ে কৃতিকে আলাদা করা যায় সহজেই। ‘হিরো পান্তি’ ছবিতে টাইগার স্রফের সঙ্গে জুটি বেঁধে পর্দায় উপস্থিত হয়ে বাজিমাত করেন তিনি। এ ছবিতে একজন সম্ভাবনাময় নতুন মুখ হিসেবে নিজেকে উপস্থাপনে সক্ষম হয়েছিলেন। যার ফলে ২০১৪ সালের সেরা নতুন মুখের অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার এবং আইফা এ্যাওয়ার্ড লাভ করেছিলেন কৃতি শ্যানন। একই বছরে বলিউডের পাশাপাশি দক্ষিণী চলচ্চিত্রেও তার অভিষেক হয়েছিল তেলেগু ছবি ‘নেনোক্কাডাইন’-এ অভিনব করেন তিনি। এ ছবিতেও কৃতির পর্দা উপস্থিতিতে সম্ভাবনার উজ্জ্বল চমক ছিল। দিল্লী শহরের মেয়ে কৃতির বাবা একজন চার্টার্ড এ্যাকাউন্টেন্ট। তার মা দিল্লী বিশ্ববিদ্যালয়ের একজন এ্যাসোসিয়েট প্রফেসর। কৃতি নিজেও পড়াশোনা করেছেন ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে। ডিগ্রীও নিয়েছেন। পড়াশোনার ফাঁকে মডেলিং করতেন এভাবেই গ্ল্যামার জগতের সঙ্গে তার যোগাযোগ। দক্ষিণী সিনেমা এবং বলিউডে গত তিন বছরের ক্যারিয়ারে মোট পাঁচটি ছবি মুক্তি পেয়েছে কৃতির। ২০১৫ সালে তাকে দেখা গেছে তেলেগু ছবি ‘দোহচায়’-এ এবং হিন্দী ছবি ‘দিলওয়ালে’তে। তারকাবহুল বলিউডি ছবি ‘দিলওয়ালে’তে শাহরুখ খান, কাজল, বরুন ধাওয়ানদের পাশে সমান উজ্জ্বলতা নিয়ে পর্দায় বিচরণ করেন কৃতি শ্যানন। মাঝখানে ২০১৬ সালে তাকে কোন নতুন ছবিতে দেখা যায়নি। অনেকে ভেবেছিলেন সম্ভাবনাময় এই তন্বী অভিনেত্রী হয়ত হারিয়ে গেছেন বলিউউ থেকে। কিন্তু গত জুনে কৃতি অভিনীত নতুন সিনেমা ‘রাবতা’ মুক্তির পর দর্শকদের ভুল ভেঙেছে। ‘রাবতা ছবিটি রোমান্টিক থ্রিলার ধাঁচের। ছবিটি বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি বলা চলে ফ্লপ করেছে।’ এ ছবিতে কৃতি অভিনয় করেছেন নতুন প্রজন্মের আরেক আলোচিত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত্রের বিপরীতে। কৃতি এ ছবিতে একই সঙ্গে সায়রা সিং এবং সাইবা দুটি চরিত্রে রূপদান করেছেন। ব্যবসায়িক সফলতা না পেলেও ‘রাবতা’ ছবির রোমান্টিক পর্দা জুটি সুশান্ত সিং রাজপুত্র এবং কৃতি শ্যাননের রসায়ন দর্শকদের আলোড়িত করেছে। কৃতির সঙ্গে নায়ক সুশান্তের অফস্ক্রিন রোমাঞ্চ নিয়েও গুজব-গঞ্জন-ডালপালা ছড়িয়েছে। যদিও এ নিয়ে কৃতি মুখ খোলেননি, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চুপ থেকেছেন। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে কৃতি শ্যানন অভিনীত নতুন ‘হিন্দী সিনেমা বেরিলি কী বরফি।’ রোমান্টিক কমেডি ধাঁচের এ ছবিতে তিন তরুণ-তরুণীর গল্প তুলে ধরা হয়েছে। উত্তর প্রদেশের পটভূমিকায় আবর্তিত ছবিটিতে কৃতি অভিনয় করেছেন এই সময়ের এক তরুণী বিট্টির চরিত্রে। তার বিপরীতে রয়েছেন আয়ুশ্মান খুরানা এবং রাজকুমার রাও। ‘বেরিলি কী বরফি’ ছবির মাধ্যমে আবার বলিউডে নতুন করে সাড়া জাগাবেন তিনি, তেমন প্রত্যাশা কৃতির। ‘আমি খুব বেশি সিনেমায় অভিনয় করিনি। তবে যে কয়টি সিনেমায় কাজ করেছি তার প্রতিটিতেই চরিত্রের ভিন্নতা ছিল। দর্শক আমাকে প্রতিটি ছবিতেই গ্রহণ করেছে দারুণভাবে। ‘বেরিলি কী বরফি’ ছবিতে আমি দিদ্রোহী টাইপের একটি মেয়ে বিট্টির চরিত্রে রূপদান করেছি। যা আগের অভিনীত চরিত্রগুলোর চেয়ে অনেকটাই ভিন্ন। আমাকে ভীষণভাবে আলোড়িত করেছে চরিত্রটি। যে কারণে আমি এ ছবিতে অভিনয় করেছি। আমি সব সময়েই নিজেকে নিত্যনতুন চরিত্রে উপস্থাপন করতে চাই। এবারই প্রথম মফস্বল শহরের এক জেদি বিদ্রোহী মেয়ের চরিত্রে রূপদান করেছি। উত্তর প্রদেশের মেয়েটির চরিত্র যথাযথভাবে রূপায়ণের ক্ষেত্রে বিশ্বস্ত থাকতে চেয়েছি। প্রথমবারের মতো আমি সেখানকার আঞ্চলিক টানে সংলাপ বলেছি। বলা যায়, প্রথমবারের মতো দর্শক আমাকে একটি নন গ্ল্যামারাস রোলে দেখতে পাবেন পর্দায়। কৃতি শ্যানন সাম্প্রতিক এক সাক্ষাতকারে কথাগুলো বলেন।
×