ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন পিতা-মাতা পেল বিমানবন্দরের শিশু

প্রকাশিত: ০২:৪৩, ১৬ আগস্ট ২০১৭

নতুন পিতা-মাতা পেল বিমানবন্দরের শিশু

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িয়ে পাওয়া ছোট্ট ফাতেমা নতুন পিতা-মাতা পেল। আদালতে আবেদন করা নয় পরিবারের মধ্যে আইনজীবী সেলিনা আক্তারের পরিবারের কাছে ফাতেমাকে তুলে দেয়ার আদেশ দিয়েছেন বিচারক। চলতি বছরের ৯ জুলাই জর্ডান থেকে ঢাকায় বিমানবন্দরে নামেন শিশুটির মা। তার সহযাত্রী ছিলেন স্বপ্না নামের এক নারী। বিমানবন্দরের এক নম্বর গেট দিয়ে তিনি বেরিয়ে যান। ব্যাগ আনার কথা বলে ফাতেমাকে স্বপ্নার কোলে রেখেই মা পালিয়ে যান। পরবর্তীতে ফাতেমার জায়গা হয় তেজগাঁও থানা চত্বরে অবস্থিত পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে। সেখানেই বড় হতে থাকে ফাতেমা। পুলিশ কর্মকর্তা এসআই মো. আবু সাঈদ জানান, ফাতেমার মাকে খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়ে তাঁকে নিরাপদ হেফাজতের জন্য আদালতের শরণাপন্ন হতে হয়। ফাতেমার মাকে খুঁজে বের করতে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আদালত ফাতেমাকে নিতে আগ্রহী নিঃসন্তান দম্পতিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে। তাতে সাঁড়া দেন নয় নিঃসন্তান দম্পতি। বুধবার ঢাকার শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান ফাতেমাকে আইনজীবী সেলিনা আক্তার ও তার স্বামী ব্যবসায়ী মো. আলমগীর হোসেনের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। সেই মোতাবেক ফাতেমার নতুন পিতা-মাতা হচ্ছেন এই দম্পতি। আগামী ২২ আগস্ট শিশুটিকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে। তার আগে শিশুটির নামে পাঁচ লাখ টাকা ব্যাংকে জমা রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। রায়ে বিচারক বলেন, শিশুটির প্রকৃত বাবা-মা যেকোনো সময় এসে চাইলে ফাতেমাকে তার পিতামাতার কাছে ফেরত দিতে হবে। রায়ের আগে শিশুটিকে আদালতে নিয়ে যান তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের উপপরিদর্শক (এসআই) পারভীন আক্তার। আদেশের পর আবার তিনি শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যান। আদেশ দেয়ার পর শিশুটিকে কোলে নেন নতুন মা সেলিনা আক্তার। তিনি খুবই খুশী। এই দম্পতি ১০ বছর ধরে নিঃসন্তান ছিলেন। সেলিনা আক্তার আইন ও সালিশ কেন্দ্রের সঙ্গে আইনজীবী হিসেবে কাজ করছেন।
×