ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রশ্ন ও উত্তর

প্রকাশিত: ০৫:১৫, ১৫ আগস্ট ২০১৭

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : আমি অবিবাহিতা, বয়স ২৩, এ বয়সেই আমার দুই চোখের নিচে কালো দাগ পড়ায় আমি হতাশ। কারণ এখনও আমার বিয়ে হয়নি। মলম ব্যবহার করেছি, কিন্তু কাজ হয়নি। তাই আপনার শরণাপন্ন হলাম। ঐশী, বাগমারা রাজশাহী। উত্তর : আপনার সমস্যাটি বেশ দুরূহ। রোগটি অবশ্যই বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে নির্মূল করা সম্ভব। তাই দেরি না করে একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রশ্ন : আমি নববিবাহিত, বয়স ৩০, বিয়ের দিন বাসরঘরে আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। অর্থাৎ আমার লিঙ্গের উত্থান হয়নি। নববধূ সকালে তার বাবা-মায়ের কাছে চলে গেছে। তাই আপনার শরণাপন্ন হলাম। শহিদ, পাবনা উত্তর : বর্তমানে আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে রোগটির সমাধান সম্ভব। তাই দেরি না করে একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার নববধূ নিশ্চয়ই আবার ফিরে আসবে। প্রশ্ন : আমি বিবাহিতা, বয়স ৪০, আমার মাথায় অনেক চুল ছিল। কিন্তু বর্তমানে চুল পড়ে গিয়ে মাথায় টাক সৃষ্টি হয়েছে। আমার মাথায় কি চুল গজানো সম্ভব? আলপনা বেগম, কল্যাণপুর, ঢাকা উত্তর : টাক মাথায় চুল গজানো এখন সময়ের ব্যাপার মাত্র। অত্যাধুনিক ‘পিআরপি’ থেরাপির মাধ্যমে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনার মাথায় দ্রুত চুল গজানো সম্ভব। প্রশ্ন : আমি অবিবাহিতা, বয়স ২৪, আমার স্তনদ্বয় একেবারে নরম হয়ে গেছে। বাবা-মা বিয়ে দিতে বর খুঁজছেন কিন্তু আমার সাহস হচ্ছে না। এর কোন সমাধান আছে কি? অঙ্গনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা উত্তর : অত্যাধুনিক ‘রেডিও-ফ্রিকোয়েন্সি ওয়েব’-এর মাধ্যমে অতি দ্রুত আপনার স্তনদ্বয় টানটান করা সম্ভব। এতে নেই কোন পার্শ্বপ্রতিক্রিয়া ডাঃ একেএম মাহমুদুল হক খায়ের ত্বক, যৌন, সেক্স ও এ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন। সিনিয়র কনসালট্যান্ট, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন : ০১৬৭৮৫৯২০৭১ পায়ের নখের ছত্রাকের চিকিৎসা আপেলসিডার ভিনেগার : আপেলসিডার ভিনেগার মৃদু অম্ল এবং এ জন্য পায়ের ছত্রাক রোধে তা সাহায্য করে। সে ব্যাকটেরিয়া ও ছত্রাককে মেরে ফেলে। পদ্ধতি : সমপরিমাণ আপেল সিডার ভিনেগার ও পানি নিন। তরলে পায়ের নখ ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। ৩০ মিনিট পরে নখ মুছে ফেলুন। প্রতিদিন করুন কয়েক সপ্তাহ ধরে। খুব তাড়াতাড়ি আপনি উপকার পাবেন।
×