ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমাজ ভাবানা ॥ বিষয় ॥ তরুণ প্রজন্মের ভাবনায় ১৫ আগস্ট

প্রকাশিত: ০৫:২৭, ১০ আগস্ট ২০১৭

সমাজ ভাবানা ॥ বিষয় ॥ তরুণ প্রজন্মের ভাবনায় ১৫ আগস্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক মহান মানবের প্রতিচ্ছবি। তিনি সৃষ্টিশীলতার আলো ছড়িয়েছেন। পৃথিবীর খুব কম রাজনীতিবিদই এমন বিরল কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। তিনি বাংলাদেশের স্থপতি এবং মহান জননেতা। তিনি আমাদের বাঙালী জাতির পাঞ্জেরী, জাতির এই মহান নেতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এই হত্যাকা- ছিল পূর্ব পরিকল্পিত এবং এক গভীর ষড়যন্ত্র। এই নৃশংস হত্যাকা- পরিচালনা করা হয় সদ্য স্বাধীন দেশটাকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে। স্বাধীনতা যুদ্ধের পর এটি ছিল নির্মম দিন ও জাতির জন্য ছিল এক দুঃসহ স্মৃতিবিজড়িত মুহূর্ত। প্রথমবারের মতো দেশে সামরিক শাসন জারি হলো, রাষ্ট্রীয় মূলনীতি বদলে গেল। প্রায় পাকিস্তান বানিয়ে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল কুচক্রী মহল, বাংলার মানুষ থেমে থাকেনি। তারা শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শ ও মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে সরানো সম্ভব নয়। বঙ্গবন্ধু বেঁচে আছেন সকল স্তরের মানুষের মাঝে। আমরা যারা তরুণ প্রজন্ম আমাদের জন্ম সে দিন হয়নি। একাত্তর আমাদের এই তরুণ প্রজন্মের কাছে কেবল শোনা গল্প অথবা পাঠ্যবই থেকে পাওয়া তথ্য। মা-বাবা অথবা যুদ্ধে অংশ নেয়া স্বজনের স্মৃতিগল্প। ভাবতেও পারি না যে একজন শেখ মুজিব কিভাবে সারাদেশের তরুণ যুবাদের নাড়া দিয়ে গেছেন। নাড়া দিয়েছিলেন পুরো বাংলাদেশকে। তবুও বাস্তব। তরুণ প্রজন্মের সঙ্গে বঙ্গবন্ধু মিশে আছেন এবং থাকবেন। বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর অসীম সাহসিকতা অসাধারণ প্রজ্ঞা আর দূরদর্শিতায় দীক্ষিত। তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে হারিয়ে যেতে দেয়নি। মৃত্যুর পরেও তিনি বেঁচে আছেন এই তরুণ প্রজন্মের তথা বাংলার কোটি মানুষের হৃদয়ে। তিনি চিরঞ্জীব। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে
×