ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবি ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড পেলেন ৬ সাংবাদিক

প্রকাশিত: ০৩:৪৫, ২৮ জুলাই ২০১৭

ঢাবি ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড পেলেন ৬ সাংবাদিক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্তব্যরত বিভিন্ন গণমাধ্যমের ছয় সাংবাদিক ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড-২০১৭ লাভ করেছেন। শহীদ শাহ চিশতী হেলালুর রহমান ট্রাস্ট ফান্ড ও মনোয়ার আহমেদ স্মৃতি ট্রাস্ট ফান্ড’-এর অধীনে তাদেরকে এই পুরষ্কার প্রদান করা হয়। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ইলিয়াস খান, ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম প্রমুখ। ‘শহীদ শাহ চিশতী হেলালুর রহমান ট্রাস্ট ফান্ড’র অধীনে পুরষ্কারপ্রাপ্তরা হলেন- ডেইলি অবজারভার’র ঢাবি প্রতিনিধি মো: আব্দুল করিম, ডেইলি স্টারের মাহদী-আল-মুহতাসিম নিবিড়, দৈনিক বণিক বার্তার সাইফ সুজন ও দৈনিক প্রথম আলোর ঢাবি প্রতিনিধি এ আর এম আসিফুর রহমান। ‘মনোয়ার আহমেদ স্মৃতি ট্রাস্ট ফান্ড’র অধীনে পুরস্কারপ্রাপ্তরা হলেন- দৈনিক যুগান্তর এর ঢাবি প্রতিনিধি মাহমুদুল হাসান নয়ন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তপন কান্তি রয় এবং ডেইলি স্টারের মো: মাহদী-আল-মুহতাসিম নিবিড়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, তথ্য ও মেধা বিশ্বের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এ ক্ষেত্রে সাংবাদিকরা অগ্রনী ভূমিকা রাখছে। তাই সাংবাদিকদের উচিৎ বস্তুনিষ্ঠ ও যথাযথ তথ্য প্রদান করে দেশ ও জাতির সেবা করা। সভাপতির বক্তব্যে ফরহাদ উদ্দীন বলেন, এই পুরস্কার প্রদান করে আমার ক্যাম্পাস সাংবাদিকদের মেধার স্বীকৃতি দেয়ার চেষ্টা করেছি। এতে উৎসাহ পেয়ে তরুণ সাংবাদিকরা দেশের শিক্ষা ও জাতি গঠনে এগিয়ে আসবে।
×