ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা, শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫১, ২৩ জুলাই ২০১৭

রাজধানীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা, শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সবুজবাগে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। মতিঝিলে নির্মাণাধীন বহুতল একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ছাত্রীর আত্মহত্যা : রাজধানীর সবুজবাগ ছায়াবিথী এলাকার ইফফাত জাকিয়া ইপসা (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। সে মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণীতে পড়াশোনা করত। নিহতের বাবার নাম আব্দুল কাইয়ূম। গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার আকানগর গ্রামে। তারা সবুজবাগ ছায়াবিথী এলাকার এ-২৯ নম্বর বাসার ৫ম তলায় ভাড়া থাকত। শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের খালাতভাই মোঃ ইদ্রিস জানান, সে মতিঝিল আইডিয়াল কলেজে পড়াশোনা করত। সবসময় চুপচাপ থাকত। কলেজে ও বাসার আশপাশের কারও সঙ্গে মিশত না। একটু অভিমানী প্রকৃতির ছিল। তিনি জানান, শুক্রবার রাতে কারও সঙ্গে কোন কথা না বলে নিজ রুমে ঘুমাতে যায়। পরে শনিবার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে ওঠে দেখেন, ইফ্ফাত জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে। তা তিনি বলতে পারেননি। বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু : মতিঝিলে কবি জসীম উদ্দীন রোডে নির্মাণাধীন বহুতল একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে মোঃ হারুন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নরতপুরে।
×