ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় জমকালো আয়োজনে ‘দিশা টাওয়ার’ উদ্বোধন

পুরনো একতলা কক্ষ থেকে আজ বহুতল সুদৃশ্য অট্টালিকা

প্রকাশিত: ০৬:২৭, ২২ জুলাই ২০১৭

পুরনো একতলা কক্ষ থেকে আজ বহুতল সুদৃশ্য অট্টালিকা

এমএ রকিব, কুষ্টিয়া থেকে ॥ কুষ্টিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে দিশা ট্র্যাকের আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বহুতল ভবন ‘দিশা টাওয়ার’। শুক্রবার সন্ধ্যায় শহরের উপজেলা মোড়ে অবস্থিত ‘দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা’র নিজস্ব ভবন ও প্রধান কার্যালয় এই দিশা টাওয়ারের উদ্বোধন করা হয়। এ সময় পিকেএসএফের চেয়াম্যান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের অতিরিক্ত সচিব ও মহাপরিচালকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে শনিবার সকালে ‘কর্মী সামবেশ’ ও বিকেলে আয়োজন করা হয় ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের সামগ্রিক অগ্রগতি ও জনকল্যাণের স্বার্থে কাজ করা’ শীর্ষক সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা। কুষ্টিয়ায় উন্নয়নের একটি মডেল এই দিশা টাওয়ার। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সাততলা ভবনের ‘দিশা টাওয়ার’ নিরাপত্তার প্রাচীরে ঘেরা ও কোলাহলমুক্ত নিরাপদ স্থানে এর অবস্থান। এটি আধুনিক ও রুচিশীল আসবাবপত্রে সুসজ্জিত। এতে রয়েছে অত্যাধুনিক লিফট ও সুপরিসর সিঁড়ি, প্রত্যেক তলায় সুপরিসর করিডর ও লবি, সার্বক্ষণিক সিসিটিভি নিয়ন্ত্রিত। রয়েছে সুপরিসর বেসমেন্টসহ উন্মুক্ত কার পার্কিং এবং সরকারী, বেসরকারী, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠান এবং ভিআইপি অতিথিদের থাকার বিলাসবহুল ব্যবস্থাসহ আরামদায়ক সিঙ্গেল ও ডাবল শর্য্যা কক্ষ, সাধারণ আবাসিক কক্ষ ও ডরমেটরি। এছাড়া রয়েছে মঞ্চসহ বৃহৎ সম্মেলন কক্ষ এবং দেশী-বিদেশী বিভিন্ন মুখরোচক খাবার ব্যবস্থা। দিশার কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। গেস্ট অব অনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এবং অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় (পিআরএল) অতিরিক্ত সচিব আকতার-উজ-জামান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক বনমালী ভৌমিক, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) ড. মোঃ জসীম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই দিশার পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আলোচনা সভা শেষে রাতে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাউল সম্রাট ওস্তাদ শফি ম-লসহ বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন। দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণের ব্রত নিয়ে ১৯৮৯ সালের ২৭ জুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিভৃত পল্লী মশানে সামাজসেবা অধিদফতরের পুরাতন একতলা দালানের একটি কক্ষে প্রধান কার্যালয় স্থাপন করে যাত্রা শুরু হয় ‘দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা’র। ১৯৯৬ সালে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে দারিদ্র্যবিমোচন ও মানব কল্যাণে শুরু হয় নতুন অগ্রযাত্রা। প্রথমদিকে ক্ষুদ্রঋণ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে সংগঠিত দরিদ্র সদস্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করে দিশা। কিন্তু প্রয়োজনের তুলনায় তাহবিল না থাকায় এ সময় বিভিন্ন দাতাসংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সহায়তা প্রদানের আবেদন জানানো হয়। এক পর্যায়ে ১৯৯৭ সালে কর্ডএইড নেদারল্যান্ডস দিশা’র সদস্যদের জন্য ঋণ তহবিল প্রদানের মাধ্যমে সর্বপ্রথম সহযোগী হিসেবে সহায়তা প্রদান করে। এরপর দিশাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, পাবনা ও নাটোরসহ দেশের ২৫ জেলায় মোট ১২১ ব্রাঞ্চের মাধ্যমে দিশার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব ব্রাঞ্চে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে নারী-পুরুষসহ সহস্রাধিক কর্মীর।
×