ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতির মামলায় বেরোবির সাবেক ভিসিসহ ২ জন কারাগারে

প্রকাশিত: ০২:১২, ২০ জুলাই ২০১৭

দুর্নীতির মামলায় বেরোবির সাবেক ভিসিসহ ২ জন কারাগারে

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল জলিল মিয়া ও উপ-রেজিষ্টার শাজাহান আলী মন্ডলকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ (স্পেশাল-১) আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক হুমায়ন কবীর জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় বাকি তিন কর্মকর্তা অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এটিজিএম গোলাম ফিরোজ, সহকারি রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি, সহকারি পরিচালক (অর্থ ও হিসাব শাখা) খন্দকার আশরাফুল আলমের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। দুদকের কোর্ট পরিদর্শক বুলু মিয়া ও আইনজীবী আব্রাহাম লিংকন এবং দুদকের পিপি শামীমা আক্তার শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২০ আগষ্ট মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। মামলা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ২৭৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন সাবেক ভিসি ড. প্রফেসর আব্দুল জলিল মিয়া। এতে সরকারের ৮৯ লাখ ৭৯ হাজার ৬শ ২০ টাকা ক্ষতি হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবদুল করিম ২০১৩ সালে একটি মামলা করেন। চার কর্মকর্তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তখনকার উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়াকে ওই মামলায় আসামি করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের একটি অংশের আন্দোলন ও মামলার প্রেক্ষাপটে ওই বছর ৪ মে উপাচার্য আব্দুল জলিল মিয়াকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়। তদন্ত শেষে চলতি বছরের ১৯ মার্চ ওই পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার।
×