ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ক্রিকেটার সানীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত: ২৩:০৬, ১৬ জুলাই ২০১৭

ক্রিকেটার সানীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার ॥ যৌতুকের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত রহমান সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। যৌতুক নিরোধ আইনে তাঁর স্ত্রী বলে দাবি করা এক তরুণী গত ২০ জানুয়ারি এ মামলা করেন। আজ রবিবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ মামলায় অভিযোগ গঠনের পাশাপাশি এ পরোয়ানা জারি করেন। আরাফাত সানীর আইনজীবী মুরাদুজ্জামান বলেন, মামলাটি আজ চার্জশুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার আসামি আরাফাত সানী চিকুনগুনিয়ায় আক্রান্ত। এজন্য তিনি আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে সময়ের আবেদন করা হয়। কিন্তু আদালত তা নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং অভিযোগ গঠনের আদেশ দেন। প্রসঙ্গত, ২৩ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে সানীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ঐ তরুণী নাসরিন সুলতানা। ওইদিন আদালত আরাফাত সানীর বিরুদ্ধে সমন জারি করে তাকে ৫ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দেন। ৫ এপ্রিল ঢাকা মহানগর হাকিম নূর নবীর কাছে আত্মসমর্পণ করে জামিন নেন আরাফাত সানী। এরপর মামলাটি নূর নবীর আদালত থেকে বিচারের জন্য জাকির হোসেন টিপুর আদালতে বদলি করা হয়। মামলাটি বদলি হয়ে আসার পর ১৯ জুন একই আদালত আরাফাত সানীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরদিন আত্মসমর্পণ করে জামিন নেন আরাফাত সানী। ওইদিন আদালত অভিযোগ শুনানির জন্য ১৬ জুলাই দিন ধার্য করে দেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, আরাফাত সানীর সঙ্গে ২০১৪ সালের ৪ ডিসেম্বর নাসরিনের বিয়ে হয়। বিয়ের পর তারা বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন। কিন্তু সানীর পরিবার বিয়ে মেনে নিতে চাননি। পরে সানী নাসরিনের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।
×