ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবিধানের দোহাই দিয়ে কোনো লাভ হবে না ॥ রিজভী

প্রকাশিত: ২৩:৩৫, ২৮ জুন ২০১৭

সংবিধানের দোহাই দিয়ে কোনো লাভ হবে না ॥ রিজভী

অনলাইন রিপোর্টার ॥ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলনিরপেক্ষ 'সহায়ক সরকার' জনগণের দাবি। এর জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে। বুধবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ দাবি জানান। তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে কোনো লাভ হবে না। সংবিধান হিমালয় পর্বত নয় যে তাকে নড়ানো যাবে না। দেশে ও জনগণের প্রয়োজনে সংবিধান সংশোধন করা যায়। সংবিধান সংশোধনও সংবিধানের বিধান। বিএনপি নেতা আরও বলেন, ক্ষমতাসীনরা এবার শেখ হাসিনার অধীনে নির্বাচনের চেষ্টা নিলে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হবে। রিজভী বলেন, অবৈধ ক্ষমতার দম্ভে অতিকায় স্বেচ্ছাচারী রূপ ধারণ করেছে আওয়ামী লীগ, তাই ডাইনোসরের মতো খুব দ্রুতই বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
×