ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় ফের জোয়ারে ৮ গ্রাম প্লাবিত

প্রকাশিত: ০২:৫৬, ২৩ জুন ২০১৭

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় ফের জোয়ারে ৮ গ্রাম প্লাবিত

নিজস্ব সংবাদদাতা,ভোলা ॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় অমাবশ্যা জো এর প্রভাবে পানি উন্নয়ন বোর্ডের ভেঙ্গে যাওয়া বেড়ীবাঁধ সংস্কার না করায় জোয়ারের পানি ডুকে আবার ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে গত ২ দিন ধরে অন্তত ৩০ হাজার মানুষ জোয়ার এলেই পানিবন্ধি হয়ে পড়ে। বন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে দূর্গত এলাকার বাসিন্দারা। পানিবন্দি এলাকার অনেকে না খেয়ে অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছে। বেশিরভাগ মানুষ শবে কদরের নামাজও পড়তে পারেনি। স্থানীয়রা জানিয়েছেন, মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের চৌমুনী এলাকার পশ্চিম পাশের ভাঙ্গা বেড়ী ও কাউয়ারটেক এলাকার পূর্বপাশের ভাঙ্গা বেড়ী এবং ঈশ্বরগঞ্জ এলাকার পশ্চিম পাশের ভাঙ্গা বেড়ী বাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করছে। এছাড়াও হাজিরহাট এলাকার পূর্ব ও পশ্চিম পাশের ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করছে। এতে দুই ইউনিয়নের আন্দিরপাড়, কূলাগাজী তালুক, কাউয়ারটেক, সোনারচর, চরযতিন, দাসেরহাট গ্রাম প্লাবিত হয়। এছাড়াও মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন চর কলাতলী গ্রাম ও চর নিজাম ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়াও দাসেরহাট ও সোনারচর ও জমিরশাহ এলাকার এল.জি.ই.ডি এর পাকা সড়কের ব্যাপক ক্ষতি হয়। মসজিদ ও স্কুল পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দি কুলসুম, বারেক, কবির বলেন, গত দুই দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছি। জোয়ারের পানি ঘরে ডুকে পরায় শবে কদরের নামাজও পড়তে পারেনি। রান্না করতে না পারায় উপোষ আছি। এব্যাপারে ভোলা পানি উন্নয়ন বোর্ড ভিভিশন-২ এর উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম সাংবাদিকদের জানান, ভাঙ্গা বেড়ীবাঁধ দ্রুত মেরামতের জন্য বেকুয়া মেশিনে দিয়ে কাজ চলছে। মনপুরা উপজেলা এল.জি.ই.ডি এর উপ-সহকারি প্রকৌশলী নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, জোয়ারে প্লাবিত এলাকার বেশিরভাগ পাকা সড়ক ক্ষয়ক্ষতি হয়েছে।
×