ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আগামী নির্বাচনে না যাওয়ার ফন্দি খুঁজছে বিএনপি ॥ কাদের

প্রকাশিত: ০৬:২০, ২০ জুন ২০১৭

আগামী নির্বাচনে না যাওয়ার ফন্দি খুঁজছে বিএনপি ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাঙ্গামাটিতে বিএনপির গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, এ ধরনের ঘটনা ঘটিয়ে সরকার কেন তাদের হাতে ইস্যু তুলে দেবে? তবে এর পেছনে মতলবি মহলের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একটি মতলবি মহল দেশকে অস্থিতিশীল করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। সোমবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী, মিটারবিহীন সিএনজি অটোরিক্সাসহ অননুমোদিত এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র চলমান মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, পরাজয় হবে জেনে আগামী নির্বাচনে না যাওয়ার ফন্দি খুঁজছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, খুব রিমোট এলাকাতে এ ঘটনাটা ঘটেছে। তাদের যাওয়ার কথা ছিল রাউজান দিয়ে, তারা গেছেন রাঙ্গুনিয়া দিয়ে। যে কারণে পুলিশ সঙ্গে ছিল না। অন্যথায় পুলিশ কিন্তু তাদের সঙ্গে থাকত, যদি ইনফরমেশনটা সঠিকভাবে পুলিশকে দেয়া হতো। কিন্তু যেহেতু ঘটনাটা ঘটে গেছে। আমি পুলিশের আইজির সঙ্গে কথা বলেছি, সেখানের ডিসি-এসপির সঙ্গে কথা বলেছি। তাদের বিষয়টির ব্যাপারে যথাযথভাবে খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছি জরুরীভিত্তিতে। তিনি বলেন, তারা যদি পুলিশ প্রহরা নিয়ে রাঙ্গামাটি যেতে চায়, নিয়ে যেতে বলেছি। তারা যদি সেখানে ত্রাণও দিতে চায়, ত্রাণসামগ্রীও তারা বিতরণ করতে পারেন। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাক, এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করার সরকারের কেন ইচ্ছে হবে? ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঘটনার সাতদিন পরে সেখানে যাচ্ছে, তারা উপকূলে যায়নি। এমনিতে তারা মাইনাসে আছে। আমরা কেন প্লাস করতে যাব? কী প্রয়োজনে তাদের হাতে ইস্যু তুলে দেব? তিনি বলেন, এ ধরনের ঘটনা অনভিপ্রেত, এটা অনাকাক্সিক্ষত, এটা হওয়া উচিত নয়। রাজনীতিতে এ ইস্যুগুলো তারা শুরু করেছেন। কিন্তু তারা অধম বলে আমরা কেন উত্তম হব না। তারা এগুলো শুরু করেছেন, তারা আমাদের হাজার হাজার বার বাধা দিয়েছেন। অফিস করতে দেয়নি। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন সুস্থ মস্তিষ্কের লোক এ ধরনের কোন সিদ্ধান্ত দিতে পারে? আওয়ামী লীগ এ সিদ্ধান্ত দিতে পারে? ওখানে যে ঘটনা ঘটেছে, আমরা বলেছি একটা মতলবি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য ও ঘোলা পানিতে মাছ শিকারেরও একটা ষড়যন্ত্র থাকতে পারে। এটা কারা করেছে, এটা তো আমরা খতিয়ে দেখছি। শুধু শুধু আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাচ্ছেন তারা না জেনে, না শুনে। তাদের কাছে কি প্রমাণ আছে যে এখানে আওয়ামী লীগ ঘটনাটা ঘটিয়েছে? এটি পূর্ব পরিকল্পিত কিনা একজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমি তা বলবো না। কারণ আমরা বলছি এটা খতিয়ে দেখবো। আমি এভাবে কেন বলবো? ‘বিএনপি নির্বাচনে আসবে এ ভয়ে আওয়ামী লীগ ভীত হচ্ছে’ মর্মে সম্প্রতি বিএনপি নেতাদের এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি যদি বলি নানা অজুহাত তারা তৈরি করছেন নির্বাচনে থেকে সরে যাওয়ার জন্য। কারণ নির্বাচনে তারা হেরে যাবেন, তারা এটা ভাল করে জানেন। কাজেই নির্বাচনে হেরে যাওয়ার চেয়ে একেকটা অজুহাত তৈরি করে সরে যাওয়াটা ভালো, সেটাও তো হতে পারে। ঈদের পর খালেদা জিয়ার সহায়ক সরকারের রূপরেখার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, উনি দিতে পারেন। উনি তো ভিশনও একটা দিয়েছেন। ভিশন দিয়ে জেলায় জেলায় গিয়ে নিজেরা নিজেরা ধাওয়া পাল্টা-ধাওয়া, জেলায় জেলায় গিয়ে কেন্দ্রীয় নেতারা ধাওয়া খেয়ে ঢাকা ফিরে আসেন। ওটা ছিল ভিশন। ভিশনটা হলো হাওয়া ভবনের মতো আরেকটা ভবন করে লুটপাট করবে সেই ভিশন। সহায়ক সরকার আমাদের সংবিধানে নেই এবং কোন গণতান্ত্রিক দেশেও নেই। বাংলাদেশে এ নজিরবিহীন সহায়ক সরকারের প্রয়োজনটা কী? তিনি বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। এখন তারা এসব নানা অজুহাতে নির্বাচন থেকে সরে যাওয়ার ফন্দি আঁটবে কিনা, সেটা দেশবাসী আশঙ্কা করছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের টানা বৃষ্টির কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের সর্বোচ্চ চেষ্টা চলছে। এবারকার যাত্রা খুবই ভাল হবে, খুবই স্বস্তিদায়ক হবে, আমি দাবি করতে পারব না। তবে স্বস্তিদায়ক করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। বৃষ্টি যদি এভাবে চলতে থাকে তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করাটা খুবই কঠিন হবে। তবে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা দায়িত্ব পালন করবে। বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে- ড. হাছান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার ঘটনাটি দুঃখজনক, অনভিপ্রেত ও রহস্যজনক। এর তদন্ত হচ্ছে, এ ঘটনার রহস্য বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে পথচারীকে ধাক্কা দিয়ে আহত করার প্রেক্ষিতে যে দুঃখজনক বিব্রতকর ঘটনা ঘটেছে সেটিকে রাজনৈতিক রূপ দেয়ার জন্য সংবাদ সম্মেলন করে বিএনপি নানা ধরনের কথা বলেছে এবং আওয়ামী লীগের ওপর দায় চাপানোর চেষ্টা করেছে। আসলে ঘটনাটি নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, পাহাড়ধসের ঘটনার প্রায় এক সপ্তাহ পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায়। তাদের গাড়ী বহরটি রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার পার হওয়ার সময় বহরের একটি গাড়ি দু’পথচারীকে ধাক্কা দেয়। এতে স্থানীয় উত্তেজিত লোকজনের সঙ্গে গাড়ির চালকের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। এখন বিএনপি ঘটনাটিকে বড় সংবাদ বানানোর চেষ্টা করছেন। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আওয়ামী লীগকে দায়ী করার চেষ্টা করছেন। বিএনপির অভ্যন্তরীণ বিরোধের কথা তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রামে বিএনপির দু’টি শক্তিশালী গ্রুপ রয়েছে। আর চট্টগ্রাম বিএনপির প্রতিটি কর্মসূচীতে মারামারি একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এসব গ্রুপিংয়ের কারণেও তার (ফখরুল ইসলাম) গাড়িবহরে হামলা হতে পারে। তিনি বলেন, তাদের গাড়িবহরে কোন ত্রাণসামগ্রী ছিল না। এছাড়া প্রশাসনকে আগের দিন যেই রাস্তা দিয়ে যাবে বলে জানিয়েছে সেই রাস্তা তারা ব্যবহার করেনি। প্রশাসনের সঙ্গেও তারা কোন সমন্বয় করেনি। তাদের এসব কর্মকান্ড রহস্যজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সব কিছু বের করা হবে। আয়োজক সংগঠনের কার্যকরি সভাপতি প্রখ্যাত অভিনেতা এটিএম সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
×