ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুসা ইব্রাহিম উদ্ধার

প্রকাশিত: ১৮:০৭, ১৯ জুন ২০১৭

মুসা ইব্রাহিম উদ্ধার

অনলাইন রিপোর্টার ॥ দুর্গম পার্বত্য এলাকায় ছদিন ধরে আটকা থাকার পর উদ্ধার করা হয়েছে বাংলাদেশের পর্বতারোহী মুসা ইব্রাহিমকে। মুসা এবং আরও কয়েকজন অভিযাত্রীর একটি দল ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে মাউন্ট কার্স্টেনজ পিরামিড শৃঙ্গ আরোহণ করতে গিয়ে পথেই আটকা পড়েন। রবিবার তাদের উদ্ধারের জন্য হেলিকপ্টার গিয়েও আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হয়। তবে কয়েকঘন্টা পর আবারো উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয় এবং বাংলাদেশ সময় ভোররাতে তদের উদ্ধার করে ইন্দোনেশিয়ার টিমিকা এয়ারপোর্টে নিয়ে আসা হয়। টিমিকা এয়ারপোর্টে পৌঁছানোর পর নিজের ফেসবুক পেজে মুসা ইব্রাহিম সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট লিখেছেন।"মাত্রই টিমিকা এয়ারপোর্টে পৌঁছালাম। আল্লাহ মহান। আমরা নিরাপদে ফিরে এসেছি। দেখা হবে ইনশাল্লাহ"। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও তার ফেসবুক পাতায় ভোররাতের দিকে মুসা এবং তার একজন সঙ্গীর নিরাপদে ফেরার খবর উল্লেখ করে লেখেন, "এইবার আমি ঘুমাতে গেলাম। তাদের আর মিনিট দশেক লাগবে সমতলে পৌঁছাতে। সবাই ভালো থাকুন"। মুসা ইব্রাহিম বাংলাদেশের হয়ে প্রথম পর্বতারোহী যিনি এভারেস্টের চূড়ায় উঠেছেন। মুসা ইব্রাহিম আটকা পড়ার খবরে এর আগে যোগাযোগ করা হলে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আজমল কবির বিবিসি বাংলাকে জানান, মি ইব্রাহিম এবং তার সহযোগী অভিযাত্রীদের সাথে স্যাটেলাইট ফোনের মাধ্যমে যোগাযোগ চালিয়ে আসছিলেন। তবে রাষ্ট্রদূত আজমল কবির বলেন, মি ইব্রাহিম অভিযানে যাওয়ার আগে তাদেরকে জানিয়ে যাননি। কেনিয়া থেকে তার বোন টেলিফোন করে দূতাবাসকে তার আটকে পড়ার খবর দেন। সুত্র: বিবিসি।
×