ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৮৫ গ্রাহক ফেরত পেলেন স্বর্ণালঙ্কার

প্রকাশিত: ০২:৩৯, ২৯ মে ২০১৭

৮৫ গ্রাহক ফেরত পেলেন স্বর্ণালঙ্কার

অনলাইন রিপোর্টার ॥ আপন জুয়েলার্সের পাঁচটি শাখা থেকে জব্দ করা সাড়ে ১৩ মণ স্বর্ণালঙ্কারের মধ্যে ৮৫ জন গ্রাহককে তাদের গচ্ছিত ২ দশমিক ৩৩ কেজি স্বর্ণালঙ্কার ফেরত দেওয়া হয়েছে। সোমবার শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব স্বর্ণালঙ্কার ফেরত দেন। ওই পাঁচটি শাখায় ১৮২ জন গ্রাহক তাদের স্বর্ণালঙ্কার মেরামতের জন্য গচ্ছিত রেখেছিলেন। এখনও ৯৭ জন গ্রাহক তাদের স্বর্ণালঙ্কার ফেরত নেননি। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ প্রধান আসামি। ওই ঘটনার পর অভিযোগ ওঠে; আপন জুয়েলার্সে অবৈধ স্বর্ণালঙ্কার ও ডায়মণ্ড রয়েছে। ধর্ষিত দুই তরুণীকেও প্রধান আসামি নিজেদের এসব স্বর্ণালঙ্কারের প্রভাবের কথা জানিয়ে হুমকি দিয়েছিলেন। এরপর গত ১৪ ও ১৫ মে শুল্ক গোয়েন্দারা প্রতিষ্ঠানটির উত্তরা, গুলশানের দুটি শাখা, ধানমণ্ডির সীমান্ত স্কয়ার ও মৌচাক মার্কেট শাখায় অভিযান চালিয়ে ১৩ দশমিক ৫ মণ স্বর্ণালঙ্কার ও ৪২৭ গ্রাম ডায়মণ্ড জব্দ করেন। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, প্রাথমিক শুনানিতে এসব স্বর্ণালঙ্কারের বৈধ উৎস বা কাগজপত্র দেখাতে পারেননি আপন জুয়েলার্সের মালিক পক্ষ। এজন্য তাদের কাল মঙ্গলবার বৈধ কাগজপত্র নিয়ে কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হাজির হওয়ার কথা রয়েছে। আপন জুয়েলার্স কর্তৃপক্ষ জানিয়েছিল- জব্দ স্বর্ণালঙ্কারের মধ্যে ১৮২জন গ্রাহকের গচ্ছিত স্বর্ণালঙ্কার রয়েছে। এজন্য গ্রাহকদের তা ফেরত দিতে উদ্যোগী হয় শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক দিপা রাণী হালদার জানান, সোমবার সকাল ১০টার দিকে তাদের পৃথক পাঁচটি টিম পুলিশের সহায়তায় আপন জুয়েলার্সের সীলগালা করা পাঁচটি শাখায় অবস্থান নেন। এ সময় আপন জুয়েলার্সের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কাগজপত্র যাচাই করে ও জাতীয় পরিচয়পত্র রেখে ১৮২ জন গ্রাহকের মধ্যে ৮৫ জন গ্রাহককে তাদের স্বর্ণালঙ্কার ফেরত দেওয়া হয়েছে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, আপন জুয়েলার্সের উত্তরা শাখায় ১৫ জন, গুলশানের সুবাস্তু ইমাম শাখায় ১৩ জন, গুলশান ডিসিসি মার্কেট শাখায় ১৫ জন, মৌচাক শাখায় ১৯ জন এবং সীমান্ত স্কয়ার শাখায় ২৩ জন গ্রাহককে তাদের গচ্ছিত ২ দশমিক ৩৩ কেজি স্বর্ণালঙ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। অপর ৯৭জন গ্রাহক সময় মতো শাখাগুলোতে উপস্থিত হননি। এজন্য তাদের স্বর্ণ ফেরত দেওয়া সম্ভব হয়নি। তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
×