ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-কলকাতা সরাসরি বাস চলাচল শুরু

প্রকাশিত: ২১:৩৫, ২২ মে ২০১৭

ঢাকা-কলকাতা সরাসরি বাস চলাচল শুরু

অনলাইন রিপোর্টার ॥ আনুষ্ঠিকভাবে শুরু হলো ঢাকা-কলকাতা সরাসরি বাস চলাচল। আজ সোমবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর কমলাপুরে বিআরটিসির বাস টার্মিনালে এ সার্ভিসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিজানুর রহমান। মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে ১০ ঘণ্টায় বাসে করে কলকাতা যাওয়া যাবে। মাওয়া হয়ে এটাই প্রথম কলকাতার সঙ্গে চালু হওয়া বাস সার্ভিস। প্রতি সোম, বুধ ও শুক্রবার সকাল সাড়ে সাতটায় কমলাপুর বিআরটিসি টার্মিনাল থেকে ছেড়ে যাবে বাস। আর কলকাতার সল্টলেক করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সকাল সাড়ে সাতটায় ঢাকার উদ্দেশে ছাড়বে। রাত আটটায় বাসটি ঢাকায় পৌঁছাবে।
×