ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান বাস্কেটবলে বাংলাদেশের জয়

প্রকাশিত: ০৫:৩১, ২২ মে ২০১৭

এশিয়ান বাস্কেটবলে বাংলাদেশের জয়

মালদ্বীপে অনুষ্ঠিত ৫ম সাউথ এশিয়ান বাস্কেটবল এ্যাসোসিয়েশন (সাবা) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে (পুরুষ) প্রতিযোগিতার দ্বিতীয়দিনের প্রথম খেলায় জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দল ৯০-৮০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আরেক ম্যাচে নেপাল ৬১-৫৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে মালদ্বীপকে। Ñবিজ্ঞপ্তি আজ শুরু আই,টি,এফ তায়কোয়নদো স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন ১২তম ঢাকা আই,টি,এফ তায়কোয়নদো প্রতিযোগিতা-২০১৭’। বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় আছে ওয়ালটন। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে দুইদিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৩ মে পর্যন্ত। এই প্রতিযোগিতার মাধ্যমে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য তায়কোয়নদো বিশ্বকাপের জন্য খেলোয়াড় নির্বাচন করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এ্যাসোসিয়েশনের মহাসচিব সোলায়মান সিকদারসহ অন্যরা। আসরে চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেগুলো হল- শিশু বিভাগ ছেলে (৫-১৬ বছর), শিশু বিভাগ মেয়ে (৫-১৬), পুরুষ সিনিয়র বিভাগ (১৮+) ও মহিলা সিনিয়র বিভাগ (১৮+)। সিনিয়র পুরুষদের ৭টি ওজন শ্রেণী, সিনিয়র মহিলাদের ৫টি ওজন শ্রেণী, শিশু ছেলেদের ১১টি ও মেয়েদের ৪টি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সিনিয়র পুরুষদের ওজন শ্রেণীগুলো হল- অনুর্ধ-৫০, অনুর্ধ-৫৪, অনুর্ধ-৬৭, অনুর্ধ-৭১, অনুর্ধ-৭৮, অনুর্ধ-৮৫ ও ৮৫+ কেজি। সিনিয়র মহিলাদের ওজন শ্রেণীগুলো হল- অনুর্ধ-৪৫, অনুর্ধ-৫১, অনুর্ধ-৫৭, অনুর্ধ-৬৩, অনুর্ধ-৬৯ কেজি। শিশু ছেলেদের ওজন শ্রেণীগুলো হল- অনুর্ধ-১৫, অনুর্ধ-২০, অনুর্ধ-৩০, অনুর্ধ-৩৫, অনুর্ধ-৪০ ‘এ’, ‘বি’, অনুর্ধ-৪৫, অনুর্ধ-৪৫ ‘এ’ ও ৮০ কেজি। ৫০০ স্কুলের ফুটবল ডটনেট প্রজেক্ট স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল আয়োজন করে দেশে ফুটবলার তৈরির বড় কাজটিই করে দিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সরকারের এ বিশাল প্রকল্প থেকে কোন সুবিধাই তুলে নিতে পারছে না। কারণ নিজেদের অদক্ষতা এবং অমনোযোগিতা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ফুটবল নিয়ে আরেকটি প্রকল্প হাতে নিয়েছে। নতুন এ প্রকল্পের নাম ‘ফুটবল ডটনেট’। ব্যবস্থাপনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর্থিক সহযোগিতায় ইউনিসেফ। এ প্রকল্প বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে একটি সভাও অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘প্রকল্পের নাম ফুটবল ডটনেট হলেও এখানে ক্রিকেট, হ্যান্ডবল ও ব্যাডমিন্টনও থাকবে।’
×