ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোকোভিচ-জেভরেভ ফাইনাল

প্রকাশিত: ০৫:৩১, ২২ মে ২০১৭

জোকোভিচ-জেভরেভ ফাইনাল

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে থেমে গেলেন ডোমিনিক থিয়েম। অস্ট্রেলিয়ার এই টেনিস তারকাকে থামিয়েই রোম মাস্টার্সের ফাইনালের টিকেট কাটলেন নোভাক জোকোভিচ। শনিবার শেষ চারে সার্বিয়ান তারকা ৬-১ এবং ৬-০ গেমে হারান তাকে। ইতালিয়ান ওপেনের শুরু থেকেই দুর্দান্ত গতিতে ছুটতে থাকা থিয়েমকে হারাতে জোকোভিচের সময় লাগে মাত্র ৫৯ মিনিট। রোম মাস্টার্সের ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ আলেক্সান্ডার জেভরেভ। দিনের অন্য সেমিফাইনালে যিনি ৬-৪, ৬-৭ (৫/৭) এবং ৬-১ সেটে পরাজিত করেন আমেরিকার জন ইসনারকে। মাত্র ২০ বছর এক মাস বয়স জেভরেভের। নোভাক জোকোভিচের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মাস্টার্স পর্যায়ের কোন টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিলেন তিনি। তার আগে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ২০০৭ সালে মিয়ামি ওপেন জয়ের রেকর্ড গড়েছিলেন জোকোভিচ। আগামী সপ্তাহেই শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। তার আগে রোম মাস্টার্সের শিরোপা জয়ের স্বাদ পেলে নিঃসন্দেহেই রোলাঁ গ্যারোয় ফেবারিট হিসেবে কোর্টে নামবেন। তবে সেমিফাইনাল জিতেই দারুণ রোমাঞ্চিত ৩০ বছর বয়সী জোকোভিচ। একঘণ্টারও কম সময়ের মধ্যে থিয়েমকে হারানোটাকে তার বছরের সেরা পারফর্মেন্স বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা জোকোভিচ বলেন, ‘এটাই আমার বছরের সেরা পারফর্মেন্স।’ এদিকে বর্তমানে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে অবস্থান জেভরেভের। নতুন করে র্যাঙ্কিং প্রকাশ করলে ১৪ নম্বরে উঠে যাবেন তিনি। আর ফাইনালে জোকোভিচকে হারালে? শীর্ষ দশে জায়গা করে নিবেন এই জার্মান তারকা।
×