ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্রিকেটকে সঙ্গী করেই বাঁচতে চান ইউনুস খান

প্রকাশিত: ০৫:৩০, ২২ মে ২০১৭

ক্রিকেটকে সঙ্গী করেই বাঁচতে চান ইউনুস খান

স্পোর্টস রিপোর্টার ॥ ইউনুস খান। শোয়েব আকতারের চোখে তিনি ‘ইউনিক’ খান। ইউনুসের সঙ্গে খেলতে পেরে গর্বিত খোদ অধিনায়ক মিসবাহ-উল হক। ক্রেজি হিরো শহীদ আফ্রিদি মনে করেন, ইউনুসের তুলনা ইউনুস নিজেই। বর্তমান-সাবেক, বোর্ড (পিসিবি), মাঠের ভেতরে-বাইরে সবার কাছেই সমান জনপ্রিয় তিনি। পিসিবি আগেই জানিয়েছে পাকিস্তান ক্রিকেটের উন্নতিতে তুখোড় এই উইলোবাজকে কাজে লাগানো হবে। প্রতিবেশী আফগানরাও কোচ হিসেবে ইউনুসকে পেতে মরিয়া। তবে দেশটির ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ রান ও টেস্টে দশ হাজারি ক্লাবের একমাত্র সদস্য জন্মভূমির সেবা করতে মুখিয়ে আছেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ইউনুস বলেছেন, যে কোন ভূমিকায় পাকিস্তানের জন্য কাজ করতে চান তিনি। ‘কেবল জাতীয় দল নয়, সুযোগ পেলে যে কোন ক্ষেত্রেই আমি পাকিস্তানের হয়ে কাজ করতে চাই। আমার পক্ষে সম্ভব যে কোন পথে আমি আমার দেশকে সাহায্য করার সুযোগ পেলে খুশি হব। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের উন্নতিকল্পে ভবিষ্যতে পিসিবির সঙ্গে কাজ করতে পারলেও সেটি সাদরে গ্রহণ করব।’ ওয়েস্ট ইন্ডিজ সফরে গত ১০ মে ডমিনিকা টেস্টে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন অধিনায়ক মিসবাহ এবং অভিজ্ঞ ইউনুস। সিরিজ শেষ হওয়ার আগেই পিসিবি জানিয়েছিল, এই দু’জনকে দেশের জন্য কাজে লাগানো হবে। বিশেষ করে পাকিস্তান জাতীয় অনুর্ধ-১৯ দলের প্রধান পরামর্শক হিসেবে ইউনুসের নাম প্রায় নিশ্চিত করা হয়। স্কাই স্পোর্টসকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে ৩৯ বছর বয়সী তারকা বলেন, ‘আমার কিছু পরিকল্পনা আছে। তবে প্রথমে পরিবারকে মহামূল্যবান কিছু সময় দিতে চাই। কেননা, ক্যারিয়ারে উত্থান-পতনের মাঝেও যারা আমার পাশে থেকেছে তাদের মধ্যে অন্যতম হলো পরিবার।’ তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি আমার জীবনের একটি পর্ব শেষ হয়ে গেছে এবং জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব শুরু হতে যাচ্ছে।’ ইউনুসের বিশ্বাস দেশের ক্রিকেটকে দেয়ার মতো এখনও অনেক কিছুই তার মধ্যে আছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে যে কোন অবস্থানে থেকে দেশের সেবা করতে পারলে খুশি হবেন তিনি। ক্যারিয়ারে ১১৮ টেস্ট খেলা এবং আভিজাত্যের সাদা পোশাকে প্রথম পাকিস্তানী ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা স্টাইলিশ এ ব্যাটসম্যান বলেন, প্রথমে তিনি পরিবারকে সময় দেয়ার জন্য কিছুদিন বিশ্রাম নেবেন এবং তারপর ক্রিকেট সংশ্লিষ্ট পেশায় ফিরবেন। সতীর্থদের কাছ থেকে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন এবং একই সঙ্গে একজন ভাল মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়া ইউনুস ৩৪ সেঞ্চুরি, ১০ হাজার টেস্ট রান, টেস্ট খেলুড়ে সকল দেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো কিংবা অভিষেক টেস্টেই শতরান করা একজন ব্যাটসম্যান হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চান না। ইউনুসের কাছে এ সকল পরিসংখ্যান বড় কোন বিষয় নয়। তিনি বলেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি একজন ‘টিম ম্যান’ হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চাই। যার কাছে সবার আগে দেশ, যে নিজের জন্য নয়, সবসময় দেশের জন্য খেলেছে আমি তেমন একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চাই। আমি একজন ক্রিকেটার হিসেবে স্মরণীয় হতে চাই যে নিজের দেশের জন্য খেলেছে, শ্রদ্ধা অর্জন করেছে, দলের জন্য খেলেছে, নিজের জন্য নয়।’
×