ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে হিন্দুদের স্বার্থ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৩:৪৬, ১৬ মে ২০১৭

ঝালকাঠিতে হিন্দুদের স্বার্থ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি সানাই কমিউনিটি সেন্টারে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক সংবাদ সম্মেলন করেছেন। মোবারক হোসেন মল্লিক এই ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান এবং একটানা ৮ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছেন। এই ইউনিয়নের আগলপাশা গ্রামে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালি মাতার মন্দির একটি নব্য ভুমিদস্যু মন্দির গুড়িয়ে দিয়ে সেখানে কলা গাছ ও পেপে গাছ রোপন করে মন্দিরের জমি আত্মসাতে চেষ্টা করে। ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষায় এগিয়ে আসায় ভুমিদস্যূ চক্র তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করে এবং এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় সংবাদ সম্মেলনে মোবারক হোসেন মল্লিক লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এসময় পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে ও মানববন্ধনে ইউনিয়নের হিন্দু-মুসলিম জনসাধারণ সহ পুজা উদপান পরিষদ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। প্রায় ৫ শতাধিক মানুষ সংবাদ সম্মেলন ও মানববন্ধনে অংশগ্রহন করেছে। এই ইউনিয়নের আগলপাশা গ্রামের সিএস খতিয়ান ৬৩, ৬৭ দাগ নং- ৩০১, এ মন্দিরের নামে হিন্দু জনসাধারণের ব্যবহার্য বা দেবোত্তর জমি পরিমান ৮২ শতাংশ। ঐ খতিয়ানে চলাচলে জন্য আরও ২৪ শতাংশ জমি বর্তমানে সরকারের ভুমি অফিসে রেকর্ডীয় আছে। উক্ত ভুমি তদীয় মালিক জর্নাধন ভট্টাচার্য্য গং সহ মিলে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার পূজা অর্চনার জন্য দেবোত্তর করেন এবং তারা নিয়মিত পূজা অর্চনা করতেন। গত ১১ মে ২০১৭ তারিখ একই গ্রামের মো: তৌহিদুল ইসলাম দুয়ারী পিতা: আবু জাফর দুয়ারীর পরিকল্পনায় তার বোনের জামাই মো: মহসীন বাকলাই পিতা: মতৃ আব্দুল আউয়াল বাকলাই গং উক্ত জমির সাথে দেবোত্তর জমিও তাদের দাবি করে শত বছরের পুরানো মন্দির ভেঙ্গে গুড়িয়ে সেখানে গাছের চারা রোপন করে। এই ঘটনার পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় এগিয়ে আসেন এবং পুজা উদযাপন পরিষদ এই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলণ করে। সোমবার ভুমিদস্যূ চক্রের মহসীন বাকলা ঝালকাঠি প্রেসক্লাবে চেয়ারম্যানকে অভিযুক্ত করে সংবাদ সম্মেলন করেন এবং সে তাদের চলমান প্রকল্প থেকে অর্থ আদায়ের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে।
×