ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের জনগণ যা চায় ভিশন ২০৩০ তা রয়েছে ॥ মওদুদ

প্রকাশিত: ২৩:০৮, ১৩ মে ২০১৭

বাংলাদেশের জনগণ যা চায় ভিশন ২০৩০ তা রয়েছে ॥ মওদুদ

অনলাইন রিপোর্টার ॥ আজ শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন সহায়ক সরকার: সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক নাগরিক ফোরাম ৬২ তম গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, রাজনীতি গণতন্ত্রের জন্য, ভোগের জন্য নয়। দেশে গণতন্ত্র, স্বাধীনতা বলতে কিছু নেই। আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে আনবো ক্ষমতায় আসলে। মওদুদ আহমেদ বলেন, আমরা আইনের শাসক হারিয়েছি, গণতন্ত্র হারিয়েছি, যদি গণতন্ত্র স্বাধীনতা ফিরিয়ে আনতে হয় বিএনপি ক্ষমতায় আসা দরকার। বাংলাদেশের জনগণ যা চায় তা ভিশন ২০৩০ মধ্যে রয়েছে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ, উগ্রবাদ বিরোধী আমরা। দেশের মানুষের শান্তি চাই আমরা। যে সরকারের অধীনে দেশের সকল মানুষ ভোট দিতে পারবে, আমরা সেই সরকার চাই বলে দাবি করেন তিনি। এই সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নান বলেন, আমি আওয়ামী লীগ করতাম, কিন্তু আমার মনে হয়েছে এটা আমার যোগ্য নয়। বর্তমানে প্রতিবাদ করে না কেউ, ছাত্ররা প্রতিবাদ করছে না ভয়ে। গোল টেবিলে উপস্থিত শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি জিতলে জিতে যায় জনগণ। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদ।
×