ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৪ দলের জোটে যোগ দিতে যাচ্ছে ইসলামিক ফ্রন্ট

প্রকাশিত: ২০:৫৩, ১৩ মে ২০১৭

১৪ দলের জোটে যোগ দিতে যাচ্ছে ইসলামিক ফ্রন্ট

অনলাইন রিপোর্টার ॥ আজ শনিবার সকালে থেকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলটির নেতাদের উপস্থিত দেখা যায়। এখানেই আজ সকাল থেকে ১৪ দলের বৈঠক শুরু হয়। জানা গেছে আজ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জোটে যোগ দিতে যাচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। বৈঠকের আগে দলটির মহাসচিব মাওলানা জয়নাল আবেদিন জুবায়ের বলেন, ‘আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোটে যোগ দেব। এর আগে আমাদের ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের আজকে আসতে বলেছেন।’ ইসলামি ফ্রন্ট বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত দল । দলটির চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম আমাদের আসতে বলেছেন। আজ ১৪ দলের বৈঠক শেষে যোগদানের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হবে।
×