ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে নারীরা মজুরী বৈসম্যের শিকার

প্রকাশিত: ০১:৫০, ৩০ এপ্রিল ২০১৭

লক্ষ্মীপুরে নারীরা মজুরী বৈসম্যের শিকার

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ সোলেমা, আয়শা, জোসনা, রতœা, রেহানা, পারভীন ও সালমা ওরা ৭ জন। এঁরা পেয়েছে জীবনের সন্ধান। এদের মধ্যে কেউ বিধবা, কেউ বা স্বামী পরিত্যক্তা। কারোর একাধিকবার বিয়ে হলেও স্বামী স্ত্রী সন্তান ছেড়ে চলে গেছে অন্যত্র। লোক লজ্জায় কথা বলতেও সাহস পাচ্ছেনা তাঁরা। এদের সবার বয়স ২৫ থেকে ৩৫ এর কোটায়। তবে তাঁদের বাস উপকূলীয় এলাকার মেঘনার বিভিন্ন বেঁড়িবাধের পার্শে¦, অস্থায়ী ঢেরায়। তাঁরা কাজ করছে জেলার রামগতির উপজেলার একটি বিদেশী সংস্থা নির্মাতা প্রতিষ্ঠানের প্রকল্পে। একজন ঠিকাদারের অধীনে। সারাদিন ৮ ঘন্টা পরিশ্রম করে পুরুষরা যেখানে পায় পাঁচ’শ টাকা। অথচ একই সমান ৮ঘন্টা কাজ করে এ সব নারীরা পাচ্ছে, আড়াই’শ থেকে তিন’শ টাকা হিসেবে। জোরালো প্রতিবাদ নেই তাদের কাছ থেকে। অভাবী সংসার। তাই প্রতিবাদ করছেনা কাজ থেকে বঞ্চিত হওয়ার আশংকায়। তারপরও তাঁরা খুশি। দু’বেলা ভাতের জোগানসহ সংসারের আয়ের পথ সুগম হয়েছে তাদের। শুধু নির্মাণ প্রতিষ্ঠান নয়। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনসহ সর্ব ক্ষেত্রে নারীরা তাদের শ্রম বিনিয়োগ করেছে। আজ সোমবার ১লা মে। মহান মে দিবস। আন্তর্জাতিকভাবে দিবসটি সারা বিশ্বে পালিত হচ্ছে, মজুরী বৈসম্য এবং ৮ ঘন্টা শ্রমের দাবীতে। সরকারীভাবে শ্রম ঘন্টা নির্ধারিত থাকলেও বেসরকারীভাবে সেটি গন্য করা হচ্ছনা অনেক ক্ষেত্রে। বিশেষ করে অতিরিক্ত শ্রমের মর্যাদাও মূল্যায়ন হচ্ছে না নারীদের ক্ষেত্রে জানালেন ওই সব নারীরা।
×