ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে জঙ্গী বিরোধী চিরুনী অভিযান ॥ ২০ জন আটক

প্রকাশিত: ০২:৪১, ২৯ এপ্রিল ২০১৭

গাজীপুরে জঙ্গী বিরোধী চিরুনী অভিযান ॥ ২০ জন আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জঙ্গী, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ নির্মূলে গাজীপুরে শনিবার চিরুনী অভিযান শুরু করেছে জেলা পুলিশের ৫শতাধিক সদস্য। রাজধানীর সন্নিকটে জয়দেবপুর থানা এলাকার ৯টি ওয়ার্ডে এ অভিযান একযোগে শুরু করা হয়েছে। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত একটানা এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে। সন্ধ্যা পর্যন্ত এ অভিযানকালে দু’টি চাপাতি, একটি ককটেল ও মাদকসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ অভিযান শুরুর আগে শনিবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ লাইনে সাংবাদিকদের জানান, রাজধানীর পাশে থাকায় গাজীপুরের শিল্প শহর জয়দেবপুর থানা এলাকায় জঙ্গী সংগঠনের নেতা-কমী, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা অবস্থান করতে পারে এমন আশঙ্কায় এ অভিযান চালানো হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর থানা এলাকার ৯টি ওয়ার্ডকে ৪৫ভাগে বিভক্ত হয়ে ৫শতাধিক পুলিশ দুপুর তিনটার দিকে একযোগে অভিযান শুরু করে। অভিযানকালে পুলিশ সদস্যরা এলাকার প্রতিটি বাড়িতে যাবে। বাড়ির মালিকদের সহযোগিতায় ভাড়াটিয়াদের ফ্ল্যাট বা কক্ষে তল্লাশি চালাবে। যেসব বাড়িতে বাড়িওয়ালাদের পাওয়া যাবে না সেসব বাড়িতে পুলিশ সরাসরি প্রবেশ করবে। এসব এলাকার যেসব বাড়িতে বাড়ির মালিকরা থাকেন না সেখানে কারা, কতদিন ধরে অবস্থান করছেন, তাদের পেশা কি এবং কখন বাড়িতে যাওয়া আসা করেন এসব বিষয় মাথায় রেখে একযোগে তল্লাশী অভিযান চালানো হবে এবং তথ্য সংগ্রহ করবে। এ অভিযান পর্যায়ক্রমে পুরো জেলায় অব্যহত থাকবে। পুলিশ সুপার হারুন অর রশীদ আরো বলেন, রাজধানী সংলগ্ন গাজীপুর শিল্প এলাকা হওয়ায় এ জেলার জয়দেবপুর থানা এলাকায় হাজার হাজার বাড়িতে লাখ লাখ মানুষ বসবাস করেন। প্রতিদিন এখান থেকে অগনিত মানুষ রাজধানীতে প্রবেশ করেন। রাজধানীর কাছের নগরী হওয়ায় অপরাধীরা গাজীপুরে আশ্রয় নিয়ে থাকে নিরাপদ ভাবে। ইতোপূর্বে টঙ্গী থেকে হুজি নেতা মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। এছাড়া আরো বিভিন্ন অভিযানে ইতিপূর্বে টঙ্গী থেকে অনেক জঙ্গী গ্রেফতার হয়েছে। এই জেলায় ৬টি জেলখানা রয়েছে। অপরাধীরা অপরাধ করে এসব জেলখানার আশপাশে জঙ্গী ও সন্ত্রাসীরা আশ্রয় নিয়ে থাকে। তিনি বলেন, আমরা এই অভিযানের মাধ্যমে এই ম্যাসেজ জনগণের কাছে দিতে চাই যে, সমাজে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও জঙ্গীদের কোন ঠাঁই নেই, বিশেষ করে গাজীপুরের পুরো জেলায়। আজ থেকে জয়দেবপুর থানা এলাকায় শুরু হওয়া এ অভিযানের মাধ্যমে এ এলাকার হাজার হাজার বাসা বাড়িতে কোন্ ধরনের লোকজন বসবাস করে তা আমরা সচক্ষে পরীক্ষা করে দেখবো। জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, অভিযানের সময় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে বা পুলিশ সদস্যরা যাতে কোন চ্যালেঞ্জের সম্মুখীন না হয় সেজন্যই সমাজের সর্বস্তরের লোকজনদের নিয়ে এ অভিযান শুরু করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান ও রাসেল শেখ জানান, শনিবার পুলিশের এ চিরুনী অভিযান চলছে। জেলার ৬জন অতিরিক্ত পুলিশ সুপার, ৩জনসহ সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে ৫শতাধিক পুলিশ গাজীপুর সিটির ৯টি ওয়ার্ডের ৪৫টি স্পটে একযোগে অভিযান শুরু করা হয়। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পুরো অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এবং মনিটরিং করছেন। সন্ধ্যা পর্যন্ত এ অভিযানকালে দু’টি চাপাতি, একটি ককটেল ও মাদকসহ ২০ জনকে সন্ধ্যা পর্যন্ত আটক করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে গত ২৩ এপ্রিল গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী মডেল থানা এলাকায় চিরুনী অভিযান চালায় পুলিশ। ওই অভিযানকালে টঙ্গীর বনমালা রোড ও আরিচপুর এলাকা থেকে দুই নারীসহ ১০ জনকে বিপুল সংখ্যক জিহাদী বই ও লিফলেট, তিনটি দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক করেছে পুলিশ।
×