ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকা-বরিশাল সড়ক বর্ধিতকরণ কাজে ধীরগতি

প্রকাশিত: ০৪:০৮, ২৮ এপ্রিল ২০১৭

ঢাকা-বরিশাল সড়ক বর্ধিতকরণ কাজে ধীরগতি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কচ্ছপ গতিতে চলছে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর ও গৌরনদী অংশের বর্ধিতকরণ কাজ। এ মহাসড়কের দুই উপজেলার প্রায় ৩০ কিলোমিটার সড়কের দুইপাশ গত ৫/৬ মাস ধরে খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা হয়েছে। ফলে মূল সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ রুটে নিয়মিত চলাচলকারী বাস ও পরিবহনের চালক এবং স্থানীয়দের অভিযোগ, মূল সড়কের দুইপাশ খুঁড়ে রাখায় বৈশাখের প্রবল বর্ষণে পুরো মহাসড়কটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে বৃদ্ধি পেয়েছে দুর্ঘটনা। ফলে প্রতিদিন সাইড দিতে গিয়ে মহাসড়কের কোথাও না কোথাও গাড়ি খাদে পড়ে দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি প্রায়ই মহাসড়কে যানজট লেগে রয়েছে। জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা থেকে কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কের বর্ধিতকরণ কাজ শুরু হয় ২০১৬ সালের জুলাই মাসে। চুক্তি অনুযায়ী ২০১৭ সালের জুলাই মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে কিন্তু এখনও অর্ধেক কাজ সম্পন্ন হয়নি। যেকারণে চুক্তির সময়ের মধ্যে পুরো কাজ শেষ হবে কিনা তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী দুলাল কুমার প্রামাণিক জানান, কচ্ছপ গতিতে নয়, মহাসড়কের বর্ধিতকরণ কাজ চলছে জোরেশোরে। আর সড়কের দুই পাশ খোঁড়াখুঁড়ির কারণে কিছুটা সমস্যাতো হতেই পারে। তবে এটা কেউ ইচ্ছা করে করছে না বলেও তিনি উল্লেখ করেন। ভৈরব নদের তীর ফের দখলের চেষ্টা ॥ ৩ জনের দণ্ড স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ভৈরব নদের তীর দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত। বৃহস্পতিবার বিকেলে শহরের কাঁচাবাজার সংলগ্ন ভৈরব তীরে অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন এ দ- দেন। দ-প্রাপ্তরা হলেনÑ বাসাবাটি এলাকার ওসমান সরদার, সদর উপজেলার নোনাডাঙ্গা গ্রামের আব্দুল আওয়াল এবং নাগেরবাজার এলাকার সবজি ব্যবসায়ী জামাল আকন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজিম উদ্দীন বলেন, বাগেরহাট শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদের তীর দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। সম্প্রতি জেলা প্রশাসন দড়াটানা সেতু থেকে মুনিগঞ্জ পর্যন্ত নদীর আড়াই কিলোমিটার তীর জুড়ে পাঁচশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
×