ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘সচেতনতার অভাবে শ্রম আইন বাস্তবায়ন হচ্ছে না’

প্রকাশিত: ২২:৪২, ২৭ এপ্রিল ২০১৭

‘সচেতনতার অভাবে শ্রম আইন বাস্তবায়ন হচ্ছে না’

স্টাফ রিপোর্টার ॥ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মজিবুল হক বলেছেন, বাংলাদেশে কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা পরিস্থিতির আগের চেয়ে অনেক অগ্রগতি হয়েছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে ২০০৬ এবং ২০১৩ সালে শ্রম আইন সংশোধন করা হয়েছে। তবে সচেতনতার অভাবে পুরোপুরি ভাবে আইন বাস্তবায়ন হচ্ছে না। যে কোন আইন বাস্তবায়নে জন সচেতনতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে ডেইলি স্টার মিলনায়তনে ‘বাংলাদেশে কর্মক্ষেত্রে নিরাপত্তা : অর্জন, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সামাজিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি এবং ওশি এই সংলাপের আয়োজন করে। ডিবেট ফর ডেমোক্রেসি‘র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে এবং ওশির সহসভাপতি ড. এস এম মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ওশির চেয়ারপার্সন রিজওয়ানা সাকী, নির্বাহী পরিচালক এ আর চৌধুরী, আইএলও’র আলবার্টো সার্ডা, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু নাইম মোঃ শহিদুল্লাহ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. রওশন মমতাজ ও ড. ইশতিয়াক আহমেদ প্রমূখ ।
×