ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে জনতার গণপিঠুনিতে ডাকাত নিহত

প্রকাশিত: ০২:৪৫, ২৪ এপ্রিল ২০১৭

কক্সবাজারে জনতার গণপিঠুনিতে ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় জনতার গণপিঠুনিতে এক ডাকাত নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাতটি গরু সহ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে কক্সবাজার সদর ইসলামপুর সংলগ্ন চকরিয়ার খুটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ফরহাদ চকরিয়া সাহারবিল মাইজঘোনা এলাকার আবুল হোসেনের পুত্র। কক্সবাজার সদর থানার ওসি মো: আসলাম হোসেন জানান, সংঘবদ্ধ ডাকাত দল সোমবার ভোর রাতে কক্সবাজার সদরের চৌফলদন্ডী নতুন মহাল এলাকার কয়েকটি বসত বাড়ী থেকে গরুর গোয়াল ভেঙ্গে জীপগাড়ী যোগে গরু লুট করে নিয়ে যাওয়ার সময় রামু জোয়ারিয়ারনালা এলাকায় হাইওয়ে পুলিশের টহল দলের সামনে পড়ে। এসময় পুলিশ ধাওয়া দিলে দ্রুতবেগে চকরিয়ার দিকে পালাতে থাকে। এক পর্যায়ে খুটাখালী এলাকায় স্থানীয় জনতা তাদের গতিরোধ করে। এতে ক্ষুদ্ধ জনতার প্রতিরোধে কয়েকজন সশস্ত্র ডাকাত পালিয়ে গেলেও গণপিঠুনির শিকার হয়ে মোহাম্মদ ফরহাদ (৩০) নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরী একটি বন্দুক ও ২ রাউন্ড গুলি।
×