ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুশাসন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন ॥ ড. আকবর

প্রকাশিত: ০৮:৪৬, ২৪ এপ্রিল ২০১৭

সুশাসন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন ॥ ড. আকবর

স্টাফ রিপোর্টার ॥ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খান বলেছেন, সুশাসন ছাড়া বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন। সুশাসন ছাড়া মানুষের মৌলিক মানবাধিকার রক্ষা ও অর্জন করা সম্ভব নয়। এখন যদি সুশাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করি, তাহলে আগামী ১০-১৫ বছর পর সুফল পাব। রবিবার গুলশানের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত ‘ক্রিটিকাল কনভারসেশন-২০১৭, বাংলাদেশ জার্নি : এক্সিলারেটিং ট্রান্সফরমেশন’ শীর্ষক গবেষণা সম্মেলনের একটি সেশনে এসব কথা বলেন তিনি। আকবর আলি বলেন, দেশের সুশাসন ও অভ্যন্তরীণ ব্যাপারে বিশ্বব্যাংকের হস্তক্ষেপের কোন দরকার নেই। বাংলাদেশে যে একেবারে সুশাসন হয়নি তা নয়। কিছু কিছু সংস্কার হয়েছে। তৈরি পোশাক খাতে বড় সংস্কার হয়েছে। বন্ডেড ওয়্যারহাউস হয়েছে। উদ্বোধনী সেশনে ‘রিভিউ অব ডেভেলপমেন্ট এ্যান্ড এমার্জিং চ্যালেঞ্জ’ শীর্ষক নিবন্ধন উপস্থাপন করেন বিআইডিএস মহাপরিচালক ড. খান আহমেদ সৈয়দ মুরশিদ। তিনি বলেন, দুর্নীতি ও জঙ্গীবাদ প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বড় বাধা। এছাড়া জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ এবং বেকারত্বের অন্যতম বাধা। দুই দিনের এ সম্মেলন শেষ হচ্ছে আজ। আজ সমাপনী অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সেশনে ‘ফিন্যান্সিয়াল ইনক্লুশন এ্যান্ড ব্যাংকিং সেক্টর সাম ক্রিটিক্যাল ইস্যুজ, সাসটেইনেবল সিটিস ইন বাংলদেশ : ইস্যুসেজ এ্যান্ড স্ট্র্যাটেজিস, ফিউচার রোল অব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেশন ইন বাংলাদেশ : ইস্যুজ এ্যান্ড কনসার্নস, স্টেট অব ওম্যান এন্টারপ্রিনিউরশিপ : হোয়াট উই হ্যাভ এ্যাচিভড?, ওয়াটার এভরিহয়ার, এনার্জি স্ট্র্যাটেজি, চ্যালেঞ্জ অব দ্য ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি এবং টুওয়ার্ডস দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।
×