ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চক্ষু মেলিয়া ॥ নিয়ামত হোসেন

প্রকাশিত: ০৪:১২, ৩১ মার্চ ২০১৭

চক্ষু মেলিয়া ॥ নিয়ামত হোসেন

ভয়েই চোররা পগার পার! কয়েকদিন আগে অদ্ভূুত এক ঘটনা ঘটেছে ব্রিটেনের সাসেক্স-এ। কয়েকজন চোর রাতে বেরিয়েছিল চুরি করতে। সেখানকার এক বাড়ির দরজার কাছে গিয়ে দেখে দরজায় তালা ঝুলছে। বোঝা গেল, বাড়িতে কেউ নেই। চোরেরা তালা না ভেঙে বাড়ির পিছনের দিকে গিয়ে জানালা ভেঙে উঠতে শুরু করলো। তারা কসরত করে ভাঙা জানালা দিয়ে ঘরে ঢুকতে লাগলো এক এক করে। জনাকয়েক চোর জানালা দিয়ে ঢুকেছে মাত্র, সবার ঢোকা শেষ হবার আগেই যারা ঢুকেছিল তারা তৎক্ষণাৎ পড়িমরি করে লাফিয়ে আবার জানালা টপকে বাইরে এসে সেখান থেকে দিল চম্পট। ওদের দেখাদেখি সবাই তখন ঐ বাড়ি ছেড়ে যার যার সুযোগ মতো গাঢাকা দিল। আসলে হয়েছিল কি? ওরা ওভাবে ঢুকলই বা কেন, আর পালালই বা কেন এমন তড়িঘড়ি করে? প্রকাশিত এক খবরে জানা গেল বিষয়টি এবং তাতেই বোঝা গেল ভয় পেয়ে চোরদের পালিয়ে যাওয়ার কারণ। হয়েছিল কি, চোররা ভেবেছিল বাড়ির বাইরের দরজায় তালা মারা। বাড়িতে কেউ নেই। এই ভেবে পেছনে এসে জানালা ভেঙে ঘরের ভেতরে ঢুকেছিল ওরা। কিন্তু ভেতরে ঢুকেই দেখে সেখানে সোফায় বসে রয়েছেন এক সুন্দরী নারী। বসে তাকিয়ে আছেন চোরদের দিকে। দেখছেন ওদের কা-! তিনি চুপচাপ বসে রয়েছেন। কিন্তু ওঁর ঐ ভাব দেখে চোরদের শুরু হয়ে গেছে হৃদকম্প! তারা জান বাঁচাতে পড়ি কি মরি করে বাইরে বেরিয়ে দে ছুট! পরে নিরাপদ স্থানে গিয়ে হাঁফ ছেড়ে বাঁচল ওরা। ঘরের ভেতরের ঐ ভদ্রমহিলাটি কে? প্রকাশিত ঐ খবরেই জানা গেল তাঁর কথাও। বাড়ির মালিক ঘরে এসে জানালা ভাঙা দেখে সব বুঝতে পারেন। তিনি দেখেন সেখানকার সিসি ক্যামেরায় জানালা ভাঙা। চোরদের ঢোকা ও পরে পালানোর পুরো দৃশ্যই ক্যামেরায় ধরা রয়েছে। বাড়ির মালিক পরে পুরো ঘটনার ছবিটি ইন্টারনেটে ছেড়ে দেন। সেখানে তিনি জানান, তার ঘরে সোফায় যে সুন্দরী নারী বসেছিলেন সেটি একটি পুতুল। অবিকল সুন্দরী নারীর মতো। তাকে মানুষ ভেবে চোরেরা পালিয়েছে। আসলে সেটি একটি ম্যানিকিন। বাড়ির মালিকের দেয়া সিসি ক্যামেরার ছবি ও খবরটি ব্যাপকভাবে প্রচারিত হয়। লোকজন ঘটনা পড়ে তথা জেনে অবাক হয়। সেই সঙ্গে তরুণী-সদৃশ ঐ পুতুলটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। শত শত লোক পুতুলটিকে দেখার আগ্রহ প্রকাশ করে। বিষয়টি একইসঙ্গে ব্যাপক হাস্যরসেরও সৃষ্টি করে।
×