ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে ১০ জেলে অপহরণের পর মুক্তিপণ দাবি

প্রকাশিত: ২৩:৫৩, ২৬ মার্চ ২০১৭

সুন্দরবনে ১০ জেলে অপহরণের পর মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভেরী খাল, কলা মুলা খাল ও শ্যালা নদী এলাকায় ৫টি নৌকা হামলা চালিয়ে মুক্তিপনের দাবীতে দস্যুরা ১০ জেলেকে অপহরণ করেছে। রাতে “বড় ভাই” নামে জলদস্যু বাহিনী তাদের অপহরণ করে নিয়ে যায় বলে জেলেরা জানিয়েছেন। তবে, অপহৃতদের নাম পরিচয় তারা বলতে পরেননি। দস্যুরা ০১৭৫২৮৭১০৬১ মোবাইল নম্বর দিয়ে মোটা অংকের মুক্তিপণ দাবী করেছে। মৎস্য ব্যবসায়ী ও জেলেরা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানে সুন্দরবন এক প্রকার দস্যু মুক্ত হয়ে উঠছিল। কিন্তু, হঠাৎ করে নতুন দস্যু বাহিনীর আত্মপ্রকাশ ঘটায় জেলেদের মাধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সুন্দরবন সংলগ্ন ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আই তৌহিদ হাসান ও ধানসাগর স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, জেলে অপহরণের বিষয়টি তাদের জানা নেই। অপরদিকে, কোস্টগার্ড পশ্চিম জোনের মংলা শাখার স্টাফ অপারেশন অফিসার লে. কর্ণেল ফরিদউজ্জামান জানান, বিষয়টি তারা শুনেছেন এবং সুন্দরবনের ওই এলাকায় অভিযান অব্যাহত আছে।
×