ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বায়ার্ন মিউনিখ চীনে অফিস খুলেছে!

প্রকাশিত: ১৮:৩৮, ২৩ মার্চ ২০১৭

বায়ার্ন মিউনিখ চীনে অফিস খুলেছে!

অনলাইন ডেস্ক ॥ চীনে ফুটবল অনুরাগীদের চাহিদা পূরণ ও শীর্ষস্থানীয় ফুটবল দলের অনুশীলনের জন্য সেখানে অফিস খুলেছে জার্মানীর জায়ান্ট ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। সাংহাইয়ের পাউডং জেলার একটি কমপ্লেক্সে অবস্থিত জার্মান সেন্টারে অফিসটির উদ্বোধন করেন বায়ার্নের চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে। চায়না ফুটবল এসোসিয়েশন ও সাংহাই সকার এন্ড এডুকেশন কর্তৃপক্ষের সহায়তায় অফিসটি চালু করেছে জার্মান জায়ান্টরা। এ সময় বায়ার্ন চেয়ারম্যান বলেন, "চীন হচ্ছে একটি বিশাল বাজার। আর জার্মানি হচ্ছে ফুটবলের একটি পাওয়ারহাউজ। আশা করছি আমরা চীনে ফুটবলকে সহায়তা করতে পারব। দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে চীনের ফুটবলকে এগিয়ে নেয়ার ক্ষেত্রেও আমরা সার্বিক সহায়তা করতে পারব। " একই দিন বেইজিংয়ে নতুন একটি অফিস খুলেছে বুন্দেসলীগার আরেক ক্লাব উলফসবার্গ। ক্লাবটির সাধারণ সম্পাদক টমাস রয়েটজারম্যান বার্তা সংস্থা এএফপিকে বলেন, "এটি হচ্ছে আমাদের ক্লাবের জন্য একটি দীর্ঘকালের প্রকল্প। দিন শেষে এটি হবে প্রতিটি ক্লাবের জন্য বিশাল একটি বাজার। চীনের কোটি কোটি ভক্তের মন যোগাতে এবং অর্থ আয়ের জন্যই ক্লাবগুলোর এত আগ্রহ। " গত মার্সে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা চীনে তাদের নিজস্ব একাডেমির কার্যক্রম শুরু করেছে। এছাড়া চাইনিজ চ্যাম্পিয়ন গুয়াংজু এভারগ্র্যান্ড স্পেনের অপর জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে সমন্বয় করে একটি একাডেমি স্থাপন করেছে।
×