ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উন্নয়নের কাজে ভূমি ব্যবহারে ছাড়পত্র লাগবে

প্রকাশিত: ০০:৫১, ২০ মার্চ ২০১৭

উন্নয়নের কাজে ভূমি ব্যবহারে ছাড়পত্র লাগবে

অনলাইন রিপোর্টার ॥ দেশের যেকোনো অঞ্চলে ভূমি উন্নয়নের কাজে ব্যবহার করতে হলে সরকারের নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা রেখে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা আইন-২০১৭’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি জানান, সর্বোচ্চ পাঁচ বছরের জেল ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রেখে 'নগর ও অঞ্চল পরিকল্পনা আইনের খসড়ায় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ভূমি উন্নয়নকাজের জন্য রাজউক, সিটি করপোরেশন, পৌরসভাসহ অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণের যে বিদ্যমান ব্যবস্থা রয়েছে এই আইনের মাধ্যমে সেটিকে আইনি কাঠামোয় নিয়ে আসা হয়েছে। নতুন এই আইনের আওতায় গ্রামের বাড়িতে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রেও ছাড়পত্র লাগবে কি-না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, গ্রামে ঘর নির্মাণেও ছাড়পত্র লাগবে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, গ্রামে ঘর নির্মাণে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্টদের অনুমোদন নেওয়ার কথা থাকলেও তা নেওয়া হয় না।
×