ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভূমিকম্পে হেলেপড়া দুই ভবন ভেঙ্গে ফেলার নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৮, ১৬ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে ভূমিকম্পে হেলেপড়া দুই ভবন  ভেঙ্গে ফেলার নির্দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মিয়ানমারের ভূমিকম্পে চট্টগ্রাম নগরীর নয়টি ভবন হেলে পড়ার ঘটনাটি নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের আশঙ্কাকেই সত্যে পরিণত করেছে। বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই নগরীর শতকরা কতভাগ ভবন ঠিকঠাক আছে সেই প্রশ্ন এখন আরও জোরালো হয়েছে। কারণ যে নয়টি ভবন হেলেছে সেগুলো প্রশাসনের তিন শতাধিক ঝুঁকির্পূণ ভবনের তালিকায় ছিল না। হেলে পড়া ভবনগুলোর মধ্যে দুইটি ভবনকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে নকশাবহির্ভূত অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ(চউক)। চউকের একটি টিম বৃহস্পতিবার এই নয়টি ভবন পরিদর্শন করে। পরিদর্শন টিমের নেতৃত্ব দেন সংস্থার প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান। এই কমিটি নগরীর হালিশহরে লেগে যাওয়া ভবন দুটির অননুমোদিত অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করে। এছাড়া জুবিলি রোড এনায়েত বাজারের একটি তিন তলা ভবন এবং ওয়াসার বিপরীতে একটি ভবনকেও বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এই দুটি ভবনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে আগামীকাল রবিবার বিশেষজ্ঞদের পরিদর্শন ও তাদের মতামতের ভিত্তিতে।
×