ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন হবে

প্রকাশিত: ১৯:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন হবে

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৬তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পায়রা বন্দর ও মংলায় রেললাইন করা হবে। শেখ হাসিনা বলেন, ‘বিশ্বব্যাংক বলেছিল যমুনায় রেললাইন হলে তা অর্থনৈতিভভাবে লাভজনক হবে না। কিন্তু আমি বলেছিলাম লাভজনক হবে। পরে রেললাইন লাভজনক হওয়ায় তারা আমার সিদ্ধান্তকে ঠিক বলে মেনে নিয়েছে। এখন বিশ্বব্যাংক যমুনার উপর আরও একটি সেতু করার প্রস্তাব দিয়েছে।’ তিনি বলেন, বাংলাদেশে জলবিদ্যুত কেন্দ্রে স্থাপনে ভূটান বিনিয়োগ করবে। এছাড়া ভারত থেকে পাইনলাইনে তেল আনা হবে। উত্তরবঙ্গে আরও একটি বিদ্যুত কেন্দ্র করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা বিদ্যুত পৌঁছে দিব। ২০২১ সালের মধ্যে আমাদের লক্ষ্য ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এসময় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের মেধা-দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
×