ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক টেস্টের প্রথম দিবারাত্রির খেলা শেষে অস্ট্রেলিযা ৫৪/২

প্রকাশিত: ০০:৪৯, ২৭ নভেম্বর ২০১৫

ঐতিহাসিক টেস্টের প্রথম দিবারাত্রির খেলা শেষে অস্ট্রেলিযা ৫৪/২

অনলাইন ডেস্ক॥ এ্যডিলেটে অনুষ্টিত ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২০২ রানের জবাবে আজকের খেলা শেষে অস্ট্রেলিযা করেছে ২ উইকেটে ৫৪ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৩১ বছরে আজ প্রথম শুরু হল দিবারত্রি টেস্ট ম্যাচ। দিন যতই অতিবাহিত হচ্ছে ততই ক্রিকেট খেলা যন্ত্রনির্ভর ও পেশাদার খেলোয়াড়ের তৈরি হচ্ছে। ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়। প্রথম দিকে ওয়ানডে খেলা হত সাদা পোশাক ও লাল বল দিয়ে। এখন সাদা পোশাকের স্থানে এসেছে রঙ্গিন পোশাক এবং লাল বলের জায়গা নিয়েছে সাদা বল। বিগত চার পাঁচ বছর ধরে হচ্ছে টি-২০ ক্রিকেট। খেলা যতই শর্ট ভার্সনে এসেছে ততই তা জনপ্রিয়তা পেয়েছে। প্রযুক্তির যুগে মাঠের বাইরে থেকেও খেলা বিভিন্ন সিন্ধা নির্ধারিত হচ্ছে। এসেছে টিভি আম্পায়ার, থার্ড আম্বায়ার, রিভিউ, লাইটমিটার সহ নানা বিষয়। কিন্তু টেস্ট ম্যাচ দিবারাত্রির হবে সেটা হয়ত কেউ ভাবেনি। কিন্তু আজ দিবারত্রি টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে। এতে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সাদা পোশাকেই খেলা হচ্ছে তবে এতে স্থান পেয়েছে গোলাপি বল। শুধু তাই নয় দিবারাত্রির টেস্ট হওয়াতে সন্ধ্যার পরে এ্যাডিলেড মাঠে প্রচুর দর্শকের সমাগম হয়েছে। কালকে আবার অস্ট্রেলিয়ার সময় দুপুর দুইটা ও বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হবে।
×