ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ দিনব্যাপী ব্যাংকিং মেলা শুরু ২৪ নভেম্বর

প্রকাশিত: ০২:৫২, ৭ নভেম্বর ২০১৫

পাঁচ দিনব্যাপী ব্যাংকিং মেলা শুরু ২৪ নভেম্বর

অনলাইন রিপোর্টার ॥ ‘একটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যয়ে’ স্লোগান নিয়ে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ব্যাংকিং মেলার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ২৪ নভেম্বর শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে বাংলা একাডেমি প্রাঙ্গণে। শনিবার বাংলাদেশ ব্যাংক-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকিং পণ্য ও সেবার সহজলভ্যতা নিশ্চিত করার জন্য তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে স্কুল ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক একটি জাতীয় ব্যাংকিং মেলা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। গ্রাহকের কাছে ব্যাংককে সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন, ব্যাংকিং খাতে ব্যবহৃত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে গ্রাহককে উৎসাহিত করা, তরুণ ও যুব সমাজকে ব্যাংকমুখী করা, ব্যাংকিং পণ্য ও সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই মেলার উদ্দেশ্য। মেলায় সব তফসিলি ব্যাংকগুলোর স্টল থাকবে। সব ধরনের সেবা পাওয়া যাবে ব্যাংকিং মেলায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
×