ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে সুন্দরবন রক্ষায় মানববন্ধন

প্রকাশিত: ২২:১৩, ৩০ অক্টোবর ২০১৫

বরিশালে সুন্দরবন রক্ষায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে কয়লাবাহী জাহাজ ডুবির ঘটনায় জড়িতদের শাস্তি, সুন্দরবনের অভ্যন্তরে নৌ ও বানিজ্যিক জাহাজ চলাচল বন্ধ, রামপাল ও ওরিয়নসহ পরিবেশ ধ্বংষকারী সকল বিদ্যুৎকেন্দ্র বাতিল করে সুন্দরবনের পরিবেশ রক্ষার দাবিতে শুক্রবার সকালে নগরীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্টের জেলা সভাপতি ডা. মণীষা চক্রবর্তী। বক্তব্য রাখেন, ফ্রন্টের সংগঠক রিয়াজুল হক, মিঠুন চক্রবর্তী, এস.এম তুষার, রিয়াজুল হক তুষার, এইচ.এম ইমন প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী অতিসম্প্রতি পরিবেশের ওপর পুরস্কৃত হয়েছেন অথচ বিশে^র অন্যতম নিদর্শন সেই সুন্দরবনের পরিবেশ আজ ধ্বংষ হতে চলেছে। সুন্দরবনের পরিবেশ রক্ষায় বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে ফ্রন্টের বিএম কলেজ, বরিশাল বিশ^বিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রয্ুিক্ত বিশ^বিদ্যালয় শাখার নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
×