ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার সঙ্গে তুর্কি রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রকাশিত: ০৫:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

খালেদা জিয়ার সঙ্গে তুর্কি রাষ্ট্রদূতের সাক্ষাত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত তুরষ্কের রাষ্ট্রদূত হোসাইন মুফতুগু। রবিবার বিকেল ৫টায় গুলশান কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন তিনি। প্রায় ১ ঘণ্টাব্যাপী সাক্ষাত অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় তিনি গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যান। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে গুলশান কার্যালয় হতে বেরিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে তুরস্কের রাষ্ট্রদূত হোসাইন মুফতুগু কিছুই বলেননি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
×