ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান ওবামার

প্রকাশিত: ০৪:৪০, ২৮ জানুয়ারি ২০১৫

জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান ওবামার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো তাদের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে না আনলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না বিশ্ব। খবর এএফপির। ওবামা নয়াদিল্লীতে বলেন, আমি জানি, কোন কোন দেশ দেখাবে যে এ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর ভারতের মতো উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানানো সঠিক নয়। এ জীবাশ্ম জ্বালানি এক শতাব্দীরও বেশি সময় ধরে আমাদের প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হয়ে আসছে। ভারত সফরের শেষ দিনে এক ভাষণে তিনি বলেন, কিন্তু ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো যদি তাদের কার্বন গ্যাস নির্গম হ্রাস করে এবং ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো যদি তা না করে তা হলে আমরা জলবায়ু পরিবর্তন রোধে সমর্থ হব না। বৃহত্তম এ্যাপল স্টোর মার্কিন টেক জায়ান্ট এ্যাপল শনিবার চীনের হাংজোউতে নতুন ‘এ্যাপল স্টোর’ খুলেছে। ধারণা করা হচ্ছে, এশিয়ার মধ্যে এটি সবচেয়ে বড় এ্যাপল স্টোর। ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, চীনা নববর্ষের আগেই মোট পাঁচটি এ্যাপল স্টোর চালু হবে চীনে। হাংজোউয়ের স্টোরটি এর মধ্যে একটি। চলতি মাসের শুরুতে জেংজোউতে একটি স্টোর চালু হয়েছে, শীঘ্রই চালু হবে আরও তিনটি, জানিয়েছে নাইনটুফাইফম্যাক। বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার হলো চীন। চীনের বাজারে এ্যাপল পণ্যের প্রসার আরও বাড়ানোই নতুন এ্যাপল স্টোরগুলোর মূল উদ্দেশ্য। -ওয়েবসাইট ১০০ বছর আগের নেগেটিভ অবিশ্বাস্য হলেও সত্যি। দক্ষিণ মেরু থেকে উদ্ধার হলো ১০০ বছর আগের একগুচ্ছ নেগেটিভ। একটি চামড়ার ব্যাগের মধ্যে এগুলো পাওয়া গিয়েছে। সেগুলোকে ডেভেলপ করে উঠে এসেছে ঐতিহাসিক সব ছবি। এই নেগেটিভ যারা পেয়েছেন তাদের অনুমান, সেকেলটন যখন মেরু অভিযানে গিয়েছিলেন, সেই সময়ই এই ছবিগুলো তোলা হয়। কিন্তু অভিযানের সময় প্রচণ্ড ঝঞ্ঝায় আটকে পড়েন সেকেলটন ও তার সঙ্গীরা। পরে তাদের উদ্ধার করা হয় বটে, কিন্তু তার মধ্যেই সেই দলের তিনজন প্রচণ্ড ঠাণ্ডায় জমে গিয়ে মারা যান। ছবিগুলো ১৯১৫-১৬ সালের মধ্যে তোলা হয় । -ওয়েবসাইট
×