ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে নকল ও সরকারী ওষুধ উদ্ধার বিক্রেতার কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৪৩, ৩ ডিসেম্বর ২০১৪

লক্ষ্মীপুরে নকল ও সরকারী ওষুধ উদ্ধার বিক্রেতার কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২ ডিসেম্বর ॥ সদর উপজেলার দত্তপাড়া বাজারের হেলথ হোম নামের ফার্মেসি থেকে মঙ্গলবার দুপুরে সরকারী ওষুধসহ বিভিন্ন কোম্পানির নকল ও মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন নামের এক ওষুধ বিক্রেতাকে এক বছরের কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দত্তপাড়া বাজারে কয়েক অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন থেকে সরকারী ও বিভিন্ন কোম্পানির নকল ওষুধ বিক্রি করে আসছিল। এমন খবরের ভিত্তিতে এদিন দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের হেলথ হোম ফার্মেসি থেকে সরকারি ওষুধসহ বিভিন্ন কোম্পানির নকল ও মেয়াদোত্তীর্ণ প্রায় ৫ লাখ টাকার ওষুধ উদ্ধার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা এ ঘটনায় জড়িত থাকার দায়ে ফার্মেসির মালিক মোঃ সুমনের এক বছরের কারাদ- প্রদান করেন। একই সময়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে কামরুল হাসান নামে অপর এক ওষুধ ব্যবসায়ীর নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
×