ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

৯৮-০০ ফাউন্ডেশন ডে ক্রিকেট

নতুন চ্যাম্পিয়ন ধামোস থান্ডার্স

প্রকাশিত: ২০:০০, ১০ ফেব্রুয়ারি ২০২৪

নতুন চ্যাম্পিয়ন ধামোস থান্ডার্স

ছবিতে ফাইনালিস্ট দুই দল ও তাদের সমর্থকরা

এসএসসি ১৯৯৮-এইচএসসি ২০০০ ব্যাচ ফাউন্ডেশন ডে ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েঠে ধামোস থান্ডার্স। শুক্রবার ফাইনালে তারা জিনিয়াস ৯৮ দলক ১৪ রানে হারিয়েছে। বুয়েট মাঠে টসে জিতে ধামোস থান্ডার্স প্রথমে ব্যাট করে। নির্ধারিত ১২ ওভার শেষে ৬ উইকেটে তোলে ১৪৯ রান। 

জবাবে খেলতে নেমে জিনিয়াস ৯৮ করে ১৩৭ রান। ফাইনাল ম্যাচসেরা হন ধামোস থান্ডার্সের সঞ্জয়। 
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ঢাকা গ্লাডিয়েটর্সের রনি, সেরা বোলার জিনিয়াস ৯৮-এর ইমরান এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট জিনিয়াস ৯৮-এর শিপলু। এছাড়া দর্শকদের ভোটে সেরা দল নির্বাচিত হয়েছে ঢাকা গ্লাডিয়েটর্স। 
টুর্নামেন্ট শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। রাজধানীর বঙ্গবন্ধু আউটার স্টেডিয়াম, বুয়েট মাঠ, উলুদোহা ও উত্তরা ১৫ নং সেক্টর ক্রিকেট মাঠে হয়েছে খেলা। টুর্নামেন্টে সারা বাংলাদেশ থেকে ১৬টি দল অংশ নেয়। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলে সেমিফাইনাল। 

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর পোশাক ব্র্যান্ড আর্টিসান। পাওয়ার্ড বাই ক্রেস্ট প্রোজেক্টস এন্ড প্রোফেশনালস। সহযোগী পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান চিটাগাং পাওয়ার, সিউ টেক পাওয়ার, অনুপ্রাণ, রনি এন্টারপ্রাইজ, সরকার এন্টারপ্রাইজ, শিশির বিন্দু শামিম, ফারাবী হাসপাতাল, সাত রঙ, আব্দুল্লাহ অটো, মেমোরিয়াল উইমেন্স হোস্টেল, কাজী এন্ড কাজী টি, ইগলু আইসক্রিম। 

আবারও এমন একটি টুর্নামেন্টের আয়োজন করতে পেরে উচ্ছসিত ৯৮-০০-এর অন্যতম সংগঠক মুশফিকুল ইসলাম, `যেন এটা হয়ে ওঠে আমাদের বন্ধুদের এক রকমের মিলনমেলা। পরিশেষে পৃষ্ঠপোষকসহ সকল বন্ধুকে ধন্যবাদ দেন। 
এর আগে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এই টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন।
প্রধান পৃষ্ঠপোষক আর্টিসানের চিফ অপারেটিং অফিসার উপস্থিত থেকে সকলের হাতে পুরস্কার তুলে দেন।
 

 

রুমেল খান 

×