ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জাতীয় আইটিএফ তায়কোয়নদোতে আনসার চ্যাম্পিয়ন

প্রকাশিত: ২০:৪৭, ২৩ ডিসেম্বর ২০২৩

জাতীয় আইটিএফ তায়কোয়নদোতে আনসার চ্যাম্পিয়ন

বরাবরের মতো এবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার

বঙ্গবন্ধু ১৫তম জাতীয় আইটিএফ তায়কোয়নদো প্রতিযোগিতা হোসেন শহীদ সরোয়ারদি ইনডোর স্টেডিয়াম মিরপুরে আজ সোমবার (২৩ ডিসেম্বর) শেষ হয়েছে। প্রতিযোগিতায় সর্বাধিক ১৯টি স্বর্ণপদক জিতে এবং বরাবরের মতো এবারও দলীয় সফলতা অব্যাহত রেখে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। পাঁচটি স্বর্ণপদক অর্জন করে রানার্সআপ হয়েছে ঢাকা জেলা আইটিএফ তায়কোয়নদো দল। 

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রশিক্ষক নির্বাচিত হন আনসারের মামলুক হোসেন। এই আসরে সিনিয়র পুরুষ ও মহিলা বিভাগে মোট ১৫৫ তায়কোয়ন্দকা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস (উপ-মহাপরিচালক, প্রশিক্ষণ, বাংলাদেশ আনসার ও ভিডিপি)। বিশেষ অতিথি ছিলেন রায়হান উদ্দিন ফকির (সহকারি পরিচালক, ক্রীড়া ও সংস্কৃতি, বাংলাদেশ আনসার ও ভিডিপি) এবং জাকির হোসেন (সার্কেল অ্যাডজুটেন্ট, ক্রীড়া ও সংস্কৃতি, বাংলাদেশ আনসার ও ভিডিপি)।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো এ্যাসোসিয়েশনের মহাসচিব মাস্টার সোলায়মান সিকদার, সহকারি মহাসচিব শিমুল সিকদার এবং কার্যকারী পরিষদের সদস্যরা।
প্রতিযোগিতাযর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এরশাদুল হক,ডিডিজি, বিএমএম। 


 

 

রুমেল খান

×